ঢাবি ক্যাম্পাসে সংবাদ সম্মেলনের প্রস্তুতিকালে কোটা সংস্কার আন্দোলনের নেতাদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল থেকে সারা দেশের সব বিশ্ববিদ্যালয়-কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন এবং অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার হামলার পর বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান এ কর্মসূচির ঘোষণা দেন।
তিনি বলেন, আমাদের সংবাদ সম্মেলনে বাধা ও হামলার প্রতিবাদে আগামীকাল থেকে সকল বিশ্ববিদ্যালয়-কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন এবং সারাদেশে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হবে।
এর আগে আজ সকাল ১১টার দিকে কোটা আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনের প্রস্তুতিকালে আন্দোলনের নেতাদের ওপর হামলা চালানো হয়।
হামলাকারীরা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নূরুল হক নূরকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। হামলায় আহত হয়েছেন আরেক যুগ্ম আহবায়ক রাশেদ খাঁন। এ ছাড়া আরো অনেক আন্দোলনকারীই হামলায় আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজে নেওয়া হয়েছে।