আন্তর্জাতিক গ্রহাণু দিবস আজ

আজ ৩০ জুন, আন্তর্জাতিক গ্রহাণু দিবস। গ্রহাণু বা অ্যাস্ট্রয়েড মূলত পাথরখণ্ড। সৌরজগতের বেশিরভাগ গ্রহাণুই মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মধ্যবর্তী স্থানে থেকে নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে আবর্তন করে। কখনও কখনও এগুলো গ্রহের কক্ষপথে প্রবেশ করে গ্রহের সঙ্গে সংঘর্ষও ঘটায়। এ ধরনের বিপদ মোকাবেলায় গ্রহাণু সম্পর্কে মানুষকে জানার পরিধি বাড়াতে ২০১৫ সাল থেকে প্রতি বছর এ দিবস পালিত হচ্ছে।

মূলত ১৯০৮ সালে সাইবেরিয়ার তাঙ্গুস্কা বিস্ফোরণ ঘটনা স্মরণে বিশ্বজুড়ে গ্রহাণু দিবস পালিত হয়।

একটি প্রায় ৪০ মিটার আকৃতির অফিস ভবনের মতো গ্রহাণু একটি মহানগরীর সমান এলাকা ধ্বংস করে ফেলতে সক্ষম। আগামীতে গ্রহাণুর প্রভাব প্রতিহত করতে প্রযুক্তির ব্যবহার করে গ্রহাণু শনাক্ত ও ট্র্যাকিং এবং এর বিক্ষেপ ক্ষমতা দেখা মানব সভ্যতার একটি বড় অর্জন হতে পারে। সে লক্ষ্যে ২০১৬ সালের ৬ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ সভায় প্রতি বছর ৩০ জুন আন্তর্জাতিক গ্রহাণু দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও আজ মহাকাশ পর্যবেক্ষণ কমিটির উদ্যোগে দিবসটি পালিত হচ্ছে।