অশ্লীল শব্দ থাকলেই গান হিট হয়: শান

মন খুলে রাজা চৌধুরীর সুরে আর রাজীব চক্রবর্তীর কথায় বেসিক গানের সিঙ্গলস্-এ নিজেকে উজাড় করে দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শান। কিন্তু কেন বেসিক গানের সিঙ্গলস্? ‘‘বিট আর দ্রুত ছন্দের যুগে আমার মনে হয় মানুষ মেলোডি খুঁজছে। আমি সেই জায়গাটা থেকে ‘কুয়াশা’ গানটা রেকর্ড করলাম।

শান বলেন, ‘‘এক সময়ে প্রচুর প্লে ব্যাক করেছি। এখন নিজের গান, নতুন ভাবনা নিয়ে, শো নিয়ে আছি। এমন গান গাইতে চাই যেটা শুনে অন্তত মানুষের মনে হবে না, এই গানটাও এক ধরনের আগের গানের মতোই। আজকাল তো একটা গানের সঙ্গে আর একটা গান আলাদা করা যায় না!’’

আসলে শিল্পের প্রেক্ষিতে, সৃষ্টির অভিনবত্বকে গুরুত্ব দিচ্ছেন তিনি। গুলজারের সঙ্গে শান্তনু মৈত্রের পরিচালনায় রবীন্দ্রনাথের কথা আর সুর নিয়ে কাজ করেছেন।

শান বলেন, এখন তো অশ্লীল শব্দ থাকলেই গান হিট হয়। নতুন ভাবে রবীন্দ্রনাথের কথায় আমি আর শ্রেয়া গাইলাম…এ যে কী পাওয়া! অথচ বাজারে হয়তো এই অ্যালবামের সাঙ্ঘাতিক কোনও বিক্রি হল না।

শান আরো জানান, আজকের ইন্ডাস্ট্রি লাইক আর ভিউ-এর ওপর চলে। ‘একটা পঞ্জাবি গান বা অশ্লীল শব্দ দিয়ে গান গাইলেই সেটা হিট গান।’ কিন্তু তিনি সম্পূর্ণ অন্য পথে নিজেকে খুঁজছেন। সেই খোঁজার নাম রবীন্দ্রনাথ। ছোটবেলায় তার রবীন্দ্রনাথ ভাল লাগত না। যেমন বিটলস্-ও শুনতেন না তিনি।