ব্রেকিং নতুন ঘোষণা দিলেন জার্মান ভক্ত কৃষক আমজাদ

২০১৪ ব্রাজিল বিশ্বকাপে তিন কিলোমিটার দৈর্ঘ্যের জার্মান পতাকা বানিয়ে আলোড়ন ফেলে দিয়েছিলেন মাগুরার আমজাদ হোসেন। আর ব্রাজিলে জার্মানি চ্যাম্পিয়ন হওয়ার ফলে উৎসাহ আরো বেড়ে গিয়েছিল তার। যার ফলে এবার রাশিয়া বিশ্বকাপকে কেন্দ্র করে সাড়ে পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের পতাকা নির্মাণ করেছিলেন ৬৫ বছর বয়সী এই কৃষক।

কিন্তু দূর্ভাগ্য, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরে এবারের রাশিয়া বিশ্বকাপ আসর থেকে বিদায় নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর দলের এমন পরাজয়ে মর্মাহত হয়েছেন তিনি। একই সঙ্গে রাত থেকেই মোবাইল ফোন বন্ধ করে ঘুমিয়েছেন তিনি। সকালে ঘুম থেকে উঠেই পতাকাটি গুছিয়ে রেখেছেন ঘরের মধ্যে।

তবে চার বছর পর প্রিয় দলকে ভালোবেসে নতুন কোনো চমক দেখাবেন বলেও ঘোষণা দিয়েছেন তিনি। তিনি বলেন, ‘আমি ভালোবাসা দিয়েই জার্মানির দীর্ঘ পতাকা তৈরি করেছি। কিছু পাওয়ার জন্য নয়। জার্মান রাষ্ট্রদূত ভালোবাসার প্রতিদান হিসেবে জার্মান ফুটবল দলের অফিসিয়াল মেম্বার হিসেবে আমার নাম অন্তর্ভুক্ত করেছেন।’

তিনি আরো বলেন, ‘এবার রাশিয়ায় খেলা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে সব ব্যবস্থা করেছিলেন জার্মান রাষ্ট্রদূত। কিন্তু আমার যাওয়া হয়নি। তাদের ফুটবল দলের খেলোয়াড়দের সাথে পরিচয় করিয়ে দিতে জার্মানিতে নিয়ে যেতে চেয়েছেন। এজন্যে আমি খুবই গর্বিত।’

দল হেরেছে তাতে আমার দুঃখ নাই । কিন্তু এ ভাবে গ্রুপ পর্ব থেকে আমার দল বাদ যাবে অামি ভাবতেই পারিনি যাইহোক আশা করি ২২ বিশ্বকাপ তারা আরো ভালো করবে। আর অামি এ পতাকার সাথে আরো কয়এক কিলোমিটার পতাকা যোগ করব ইনশাআল্লাহ