প্রশ্নঃ স্ত্রীকে স্পর্শ, আলিঙ্গন ও তাকে চুম্বন করলে কি গোসল করতে হবে?

উত্তরঃ সাধারণ স্পর্শ, শৃঙ্গার, চুম্বন, আলিঙ্গন প্রভৃতির মাধ্যমে স্বামী-স্ত্রী পরস্পর আনন্দ বিনোদন করলে তাদের উপর গোসল ফরয হবে না।

তবে যদি উভয়ের থেকে বীর্যস্খলিত হলে শুধু তাঁর উপরই গোসল ফরয হবে। এ বিধান হচ্ছে সাধারণ শৃঙ্গার, চুম্বন, আলিঙ্গন প্রভৃতির ক্ষেত্রে।

কিন্তু যদি তারা সহবাসে লিপ্ত হয়, তবে নারী-পুরুষ উভয়ের উপর গোসল ফরয হবে-যদিও তাদের কারোই বীর্য স্খলিত না হয়। কেননা আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, হাদীসে নবী করীম (সাঃ) বলেন,

“স্ত্রীর চার শাখার (দু’হাত, দু’পা) মাঝে বসে তাঁর সাথে সহবাসে লিপ্ত হলেই গোসল ফরয হবে।[1]

মুসলিমের বর্ণনায় বলা হয়েছে, “যদিও বীর্যপাত না হয়।” এ বিষয়টি অনেক লোকের অজানা। তাদের ধারণা নারী-পুরুষ মিলিত হয়ে বীর্যপাত না হলে তাদের উপর গোসল ফরয নয়। কিন্তু এটা বড় ধরণের অজ্ঞতা।

অতএব সহবাস হলেই সর্বাবস্থায় গোসল ফরয হবে। কিন্তু সহবাস না করে যে কোন প্রকার আনন্দ-ফুর্তি করলে গোসল ফরয হবে না।