গুগলে হামলার হুমকি!

শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যি যে, গুগলের প্রধান কার্যালয়ে হামলার হুমকি দিয়েছিলো এক অজ্ঞাতনামা শত্রু। গত শুক্রবার বিকেলে এই হুমকি দেয়া হয়।

গুগলের প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মাউন্টেন ভিউতে অবস্থিত। প্রধান কার্যালয়ের সবগুলো ভবনে যথেষ্ট নিরাপত্তা থাকলেও হুমকি মোকাবেলায় পুলিশের সাহায্য নেয়া হয়।

মাউন্টেন ভিউ পুলিশের একজন মুখপাত্র জানান, হুমকির ব্যাপারটি জানামাত্রই গুগলের প্রধান কার্যালয় ফাঁকা করে দেওয়া হয়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয় নি বলে জানান ওই মুখপাত্র।

শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত গুগলের প্রধান কার্যালয়ে এই সতর্কাবস্থা জারি ছিল। গুগলের নিজস্ব নিরাপত্তা দল ও পুলিশ সবাই সতর্কাবস্থানে ছিলেন। তবে শেষ পর্যন্ত এই হুমকি মিথ্যা প্রমাণিত হয়।

তবে পুলিশ জানিয়েছে, ব্যাপারটা প্রথমে অবিশ্বাস্য মনে হলেও আমরা কোনোরকম ঝুঁকি নিতে রাজি ছিলাম না।