টাকা দিয়ে দেখতে হবে ‘ইউটিউব রেড’

কয়েকদিন আগেই ইউটিউব কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল টাকা দিয়ে ভিডিও দেখার নতুন অপশন নিয়ে আসছে তারা। ঘোষণার কয়েকদিন যেতে না যেতেই এবার ইউটিউব চালু করলো ‘ইউটিউব রেড’ নামের নতুন এই সেবা। যেখানে ব্যবহারকারীরা কোন প্রকার বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখার সুবিধা পাবেন।

ইউটিউব রেডে প্রচারিত ভিডিওগুলো দেখতে গ্রাহককে প্রতিমাসে গুনতে হবে ১০ ডলার। সম্পূর্ণ বিজ্ঞাপন মুক্ত রাখা হবে এই মাধ্যামটিকে। গ্রাহকরা এই সাইটে একবার প্রবেশ করে ভিডিও চালু করে অফলাইনে গিয়েও ভিডিওটি দেখতে পারবেন বলে জানিয়েছে ইউটিউব। নতুন সব ভিডিও প্রকাশ করা হবে এখানে। এর বাইরেও চাহিদা মত সেবা পেতে অন ডিমান্ড মিউজিক এবং মুভি স্ট্রিমিং সেবাও রাখা হয়েছে এতে।

নতুন এই সেবা সম্পর্কে ইউটিউব জানায়, ‘গুগলের মিউজিক স্ট্রিমিং এর আওতায় চালু করা হয়েছে ইউটিউব রেড। এখানে টাকা দিয়ে ভিডিও দেখতে হলেও বেশ উপভোগ্য হবে সেবাটি। ব্যবহারকারীরা ইউটিউবের সেবা নেয়ার পাশাপাশি অন্যান্য অ্যাপ্লিকেশনেরও সুবিধা নিতে পারবেন এখান থেকে।’

ইউটিউব রেড আপাতত কয়েকটি দেশে উন্মুক্ত হয়েছে। আগামী ২৮ অক্টোবর থেকে বিশ্বের সকল দেশে উন্মুক্ত করা হবে বলে গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে।