ঢাকা–গৌহাটি ও ঢাকা–শিলিগুড়ি বিমান যোগাযোগ

আগামী বছরের শুরুতেই ঢাকা–গৌহাটি এবং ঢাকা–শিলিগুড়ি বিমান যোগাযোগ শুরু হতে পারে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোয়াজ্জেম আলি। গত মঙ্গলবার সন্ধ্যায় দার্জিলিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

মোয়াজ্জেম আলি বলেন, ‘দুই দেশের সরকারের মধ্যে ঢাকা–গৌহাটি বিমান যোগাযোগ নিয়ে কথাবার্তা চালু হয়েছে। আশা করছি আগামী বছরের শুরুতেই এই যোগাযোগ চালু হয়ে যাবে।’ বিমান যোগাযোগ চালু হওয়ার আগে এই রুটের ব্যবসা সংক্রান্ত সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। একই সময় ঢাকা–শিলিগুড়ি বিমান যোগাযোগ চালু হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত আরো বলেন, ‘দুই দেশের সম্পর্ক এখন অন্য মাত্রায় পৌঁছে গেছে। চেষ্টা চলছে দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করার।’ দুই দেশের সরকারের সাফল্যের খতিয়ান দিতে গিয়ে মোয়াজ্জেম আলি বলেন, ‘১৯৬৫ সালে দুই দেশের মধ্যে যে আটটি রুট বন্ধ হয়ে গিয়েছিল তার মধ্যে ছয়টি ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার শিলিগুড়িতে একটি ভিসা অফিস করার কথা ভাবছে।’

রাষ্ট্রদূতের এই ঘোষণায় উৎফুল্ল পর্যটন এবং ভ্রমন শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা।

ভারতের আর-এস ট্রাভেলস’র কর্ণধার অনিল পাঞ্জাবি বলেন, ‘বাংলাদেশের অনেকে কলকাতা হয়ে গৌহাটি ও শিলিগুড়ির বাগডগড়ায় যান। শুধু পর্যটক নন অনেক ব্যবসায়ীও রয়েছেন। ফলে বিমান যোগাযোগ চালু হওয়ার এই খবর অত্যন্ত ইতিবাচক।’