আসছে অ্যানিমেশন সিনেমা ‘টয় স্টোরি ফোর’

বিশ্বজুড়ে অ্যানিমেশন সিনেমার ব্যাপক চাহিদা। আর সেক্ষেত্রে সিনেমাটি যদি হয় ‘টয় স্টোরি’ সিরিজের তবে তো কথাই নেই। শিগগিরই আসছে টয় স্টোরির নতুন সিরিজ। কি থাকছে এবারের টয় স্টোরির গল্পে? কবে মুক্তি পাবে সিনেমাটি?

শোনা যাচ্ছে, ‘টয় স্টোরি ফোর’-এ ‘বো পিপ’র অনুসন্ধান করে ছবিটির গল্প সাজানো হয়েছে। ‘বো পিপ’ হচ্ছে বিখ্যাত চরিত্র ‘সেরিফ উডি’র প্রেমিকা। ‘বো পিপ’ টয় স্টোরিজ সিরিজের প্রথম দুটিতে সহ ভূমিকায় ছিলো। তবে, তৃতীয় সিরিজে তাকে ইয়ার্ড সেলে পাঠিয়ে দেওয়া হয়েছিলো।

‘বো পিপ’ তার প্রথম সিরিজের বক্তব্যের জন্য সমাদৃত। তার বক্তব্য, ‘আমরা যত দ্রুত এগিয়ে যাই, তত ভালো।’ শোনা যাচ্ছে, ছবিটির কাহিনী আগের সিরিজকে অনুসরণ করেনি। নির্মাতারা জানান, ‘এটি টয় স্টোরিজ সিরিজের মধ্যে স্বতন্ত্র এবং দুঃসাহসিক ভালোবাসার গল্প নিয়ে নির্মিত।’

টয় স্টোরি সিরিজের প্রথম সিনেমাটি মুক্তি পায় ১৯৯৫ সালে। এরপর টয় স্টোরি দুই এবং তিনও জনপ্রয় হয়। শোনা যাচ্ছে, ‘টয় স্টোরি ফোর’ ছবিটি ১ ঘন্টা ৫৪ মিনিট দৈর্ঘ্যের। এক্ষেত্রে নির্মাতারা একটি ঐতিহ্যের সৃষ্টি করেছেন। তাদের এ ঐতিহ্যানুযায়ী এর প্রত্যেক সিরিজের দৈর্ঘ্য আগের সিরিজ থেকে ১১ মিনিট দীর্ঘ হচ্ছে। ‘টয় স্টোরি থ্রি’র দৈর্ঘ্য ছিলো ১ঘন্টা ৪৩ মিনিট।

ছবিটি ২০১৯ সালের ২১ জুন মুক্তি পাবে। এটি মুক্তির কথা ছিলো চলতি বছরের জুলাই মাসে। তবে জনপ্রিয় অ্যানিমেশন চলচ্চিত্র ‘ইনক্রিডেবল টু’ মুক্তি পাওয়ায় ‘টয় স্টোরি ফোর’র মুক্তির তারিখ পিছিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। এবারের ছবিটি পরিচালনা করেছেন জোশ কুলি।

ছবিটির মূল পরিচালক জন ল্যাসিটার ২০১৭ সালে যৌন কেলেঙ্কারির অভিযোগে ‘পিক্সার’ ছেড়ে চলে যান। ফলে, জোশ কুলি সহপরিচালকের ভূমিকা থেকে পদোন্নতি লাভ করেন। এখনও ছবিটির কোনো ট্রেলার আসেনি। তবে নির্মাতা প্রতিষ্ঠান ভক্তদের কৌতুহল বাড়ানোর উদ্দেশ্যে একটি স্থিরচিত্র প্রকাশ করেছে।

বরাবরের মত এবারও সেরিফ উডির ভয়েজ দিয়েছেন বিখ্যাত মার্কিন অভিনেতা টম হ্যাংস। পাশাপাশি ড্যাফ্ট পাংকের ভয়েজ শিল্পীরা এতে ভয়েজ দিয়েছেন।