ওয়ার্ল্ড প্রিমিয়ারে ফেরদৌস-নিপুণের ‘স্বর্গ থেকে নরক’

ফেরদৌস-নিপুণ অভিনীত ‘স্বর্গ থেকে নরক’ ছবিটি ২০১৫ সালের ২৫ ডিসেম্বর অল্প কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। জুটির এই ছবিটিতে উঠে আসে মাদকাসক্ত থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার এক অন্যরকম গল্প।

অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরীর কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় বিষয়ভিত্তিক এই ছবিটি এবার উপভোগ করতে পারবেন সারা বিশ্বের দর্শকরা।
নির্মাতা জানান, আজ (২৮ জুন) ছবিটির টিভি ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে চ্যানেল আইতে। এদিন বিকাল ৩টা ৫ মিনিট থেকে ছবিটি সম্প্রচার হবে।

ইমপ্রেস টেলিফিল্মের এ ছবিতে ফেরদৌস-নিপুণ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আহমেদ শরীফ, ইলিয়াস কাঞ্চন, শর্মিলী আহমেদসহ অনেকে।

নির্মাতা ভাষ্য, “এর কাহিনিতে দেখা যাবে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে দেখা হয় ফেরদৌস ও নিপুণের। সেখান থেকেই দুজনার প্রেম-পরিণয়। একপর্যায়ে ছেলেটি মাদকের নেশা কাটিয়ে উঠলেও মেয়েটি উঠতে পারে না।

এরপর থেকে ছেলেটির চেষ্টা থাকে মেয়েটির মাদকাসক্তি কীভাবে কাটানো যায়। এগুতে থাকে গল্প।”

ড. অরূপ রতন চৌধুরী বললেন, “বর্তমানে বিশ্বের অন্যতম অভিশাপ ড্রাগ। মাদকবিরোধী এ চলচ্চিত্রটি বিশ্বের সবাই যেন দেখতে পারেন সেই স্বপ্ন দেখি আমি। এ ছবিতে যুবসমাজের কাছে মাদকের কুফল নিয়ে নানা তথ্য দেওয়া হয়েছে। ওয়ার্ল্ড প্রিমিয়ারের সুবাদে ছবিটি সবাই দেখলেই আমি খুশি হবো।”