অনুরূপ আইচের ‘ব্রাজিল নাকি আর্জেন্টিনা’ গানটি সুপার হিট

জনপ্রিয় গীতিকার অনুরূপ আইচ। বিগত দুই দশক ধরে তার লেখা প্রায় প্রতিটি গানই বেশ জনপ্রিয়তা পেয়েছে। শুধু তাই নয়, ক্যারিয়ারের শুরুতে শুধু অনুরূপ আইচের গান গেয়ে তারকাখ্যাতি পেয়েছেন এমন গায়ক-গায়িকার সংখ্যাও কম নয় এদেশে। বলা চলে, এখনো অনুরূপ আইচের গানে তারকা হওয়া শিল্পীরাই দাপিয়ে বেড়াচ্ছে সংগীতাঙ্গন।

বিশ্বকাপ উন্মাদনা উপলক্ষে ফেসবুকে মজা করেই এই গানের কয়েকটি লাইন লিখে স্ট্যাটাস দিয়েছিলেন ব্রাজিল-আর্জেন্টিনা ভক্তদের নিয়ে। সেই লাইনগুলো পছন্দ হয়ে গেল সুরকার ও সংগীত পরিচালক জুয়েল মোরশেদের। তার উদ্যোগেই হয়ে গেল গান ‘ব্রাজিল নাকি আর্জেন্টিনা’। এ কথাই জানালেন অনুরূপ আইচ।

তিনি আরও বলেন, ‘অনেকটা তাড়াহুড়া করেই এই গানটি করা হয়েছে বিশ্বকাপ উপলক্ষে প্রকাশের জন্য। গানটিতে কণ্ঠ দিলেন প্রতীক হাসান। এর মিউজিক ভিডিও বানালেন চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসির। মজার ব্যাপার হলো, ‘ব্রাজিল নাকি আর্জেন্টিনা’ গান দিয়ে আমার সাথে প্রথমবার মতো কাজ হলো জুয়েল মোরশেদ, প্রতীক হাসান ও সৈকত নাসিরের। যে কারণে আমি খুব উচ্ছ্বসিত ছিলাম। আমি আরো উল্লসিত হয়েছি, এরমধ্যে গানটি সুপার হিট হয়ে যাওয়ায়।

উল্লেখ্য, ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত ‘ব্রাজিল নাকি আর্জেন্টিনা’ গানের ইউটিউব চ্যানেলে ভিউ পনেরো লাখ প্রায়।