অভিনয়ের টানে

দুই সন্তান রায়ান ও ইলামাকে নিয়ে স্বামীর সঙ্গে আমেরিকায় থাকেন জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। পরিবারের সঙ্গে সময় কাটাতে এলেও অভিনয়ের টানেই বারবার ছুটিতে এসে তাকে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়। তাকে নিয়ে লিখেছেন নূপুর বন্দ্যোপাধ্যায়

যদিও রিচিকে আগের মতো আর অভিনয়ে নিয়মিত পাওয়া যায় না। কিন্তু তার অভিনীত নাটক-টেলিফিল্মের প্রতি এখনো দর্শকের আগ্রহ রয়েছে বেশ। টিভির পর্দায় রিচিকে নিয়মিত না পেলেও দর্শক ইউটিউবে প্রতিনিয়ত তার নাটক দেখেন। আর সেসব নাটকের সাড়া পান এখনো রিচি। অভিনেত্রী হিসেবে এই যেন রিচির অনেক পাওয়া। গত জানুয়ারিতে মা, ভাইসহ পরিবারের অন্যদের সঙ্গে একান্তে সময় কাটাতে এবং নিজের জন্মদিন উদযাপন করতে ঢাকায় এসেছিলেন জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। প্রায় পাঁচমাস পর আবারো ঢাকায় এলেন রিচি। গত মঙ্গলবার মধ্যরাতে রিচি সোলায়মান ঢাকার মাটিতে পা রাখেন। তবে এবার কয়েকটি কারণে তার ঢাকায় আসার কথা। মায়ের সঙ্গে কোরবানির ঈদ করা, রংপুরে নানী রিজিয়া বেগমকে দেখতে যাওয়া এবং কয়েকটি ঈদ নাটক টেলিফিল্মে কাজ করা। সবমিলিয়ে আগামী সেপ্টেম্বর পর্যন্ত তিনি দেশেই থাকবেন বলে জানান। রিচি সোলায়মান বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে ভালোভাবে ঢাকায় এসে পৌঁছেছি। এবারের কোরবানির ঈদ ঢাকাতেই করার ইচ্ছে রয়েছে। পাশাপাশি আমার দুই ছেলে মেয়ে রায়ান ও ইলমাকে সঙ্গে নিয়ে রংপুরে নানির কাছে যাব। এরইমধ্যে বদরুল আনাম সৌদ ভাই এবং চয়নিকা দিদির সঙ্গে নাটকে অভিনয়ের ব্যাপারে চূড়ান্ত কথাও হয়েছে। আরো অনেকের সঙ্গেই কথা হয়েছে। তবে চূড়ান্ত হয়নি। ঢাকায় আসার পর তা চূড়ান্ত করব। তবে খুব বেশি অভিনয়ে সময় দেওয়ার ইচ্ছে নেই। কারণ যেহেতু দেশের বাইরে থাকি, তাই দেশে ফিরে পরিবার, বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনের সঙ্গে সময়টা ভালোভাবে কাটাতে চাই।’ রিচি সোলায়মান জানান আগামী আগস্টে তার স্বামী তার সঙ্গে সময় কাটাতে আমেরিকা থেকে দেশে আসবেন। পরে সেপ্টেম্বরের মাঝামাঝিতে তারা একসঙ্গে আমেরিকা ফিরে যাবেন। এদিকে রিচি অভিনীত রহমতুল্লাহ তুহিন পরিচালিত ‘যখন কখনো’ ধারাবাহিক নাটকটি প্রতি প্রতি শনি ও রবিবার রাত ৮টা ২০ মিনিটে এনটিভিতে নিয়মিতভাবে প্রচারিত হচ্ছে। এতে তিনি ফেরদৌসী মজুমদারের মেয়ের চরিত্রে অভিনয় করছেন। একই পরিচালকের নির্দেশনায় তিনি আমেরিকায় অভিনয় করেছেন ‘নিউইয়র্ক থেকে বলছি’। এ মাসের শেষে ধারাবাহিক এ নাটকটি দীপ্ত টিভিতে প্রচারিত হওয়ার কথা রয়েছে বলে জানান নির্মাতা তুহিন।