গোল না হলে মনে এক ধরনের অস্থিরতা কাজ করে: পূর্ণিমা

প্রতিদিনই বিশ্বকাপ ফুটবল ম্যাচ চলছে এখন। গতবারের মতো সারা বিশ্বের নামকরা স্টার খেলোয়াড়রা খেলছে এবারের বিশ্বকাপেও। মেসি, নেইমার, রোনালদোর মতো স্টার খেলোয়াড়দের খেলা দেখতে ভালো লাগে আমার। কারণ তারা শুধু খেলোয়াড় নন একেক জন নামকরা মডেল। তারা বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। তাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও লেখালেখি চলছে প্রতিনিয়ত।

এসব দেখতে খুবই ভালো লাগে আমার। তবে এবার ফুটবল বিশ্বকাপে এখনো কোনো ম্যাচ আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখিনি । কারণ, গোল না হলে আমার মনে এক ধরনের অস্থিরতা কাজ করে। তাই পুরো ম্যাচ দেখা হয় না, খেলার শুরুতে বা শেষে দেখি। তবে আমার বর (আহমেদ জামাল ফাহাদ) আর্জেন্টিনা দলের সাপোর্টার।

তাই খেলা শুরু হলে আমি তার বিপরীত টিমের সাপোর্টার হয়ে যাই। ভীষণ মজা হয় তখন। খেলা দেখার সময় পক্ষ-প্রতিপক্ষ না থাকলে জমে না। আর্জেন্টিনা, ব্রাজিল বা পর্তুগাল সামনে এগিয়ে যাক এটাই চাওয়া থাকবে। কারণ ভালো টিমের খেলা দেখতে ভীষণ ভালো লাগে। আর যে কয়েকটা ম্যাচ দেখেছি তাতে মনে হয়েছে এশিয়ার দেশগুলো এবার খুব ভালো খেলছে। ফুটবল ম্যাচ মানেই পুরো বিশ্বে অন্য রকম উন্মাদনা। আমি চাই ভালো একটি টিমই এবার বিশ্বকাপ ট্রফি জিতুক, চ্যাম্পিয়ন হোক।