নায়ক থেকে গায়ক! নতুন ভূমিকায় আসছেন হার্টথ্রব আবির

বলিউড থেকে টলিউড, নায়ক থেকে গায়ক হয়ে উঠেছেন অনেকেই। আমির খান থেকে শাহরুখ খান প্লেব্যাকে অনেক নায়কের কণ্ঠস্বরকেই পাওয়া গিয়েছে। টলিউডে কিছুদিন আগেই ‘সুলতান দ্য সেভিয়ার’ ছবিতে প্লেব্যাক করে নায়ক জিৎ। এবার ফের আকবার প্লেব্যাকে আবির।

‘মনোজদের বাড়ির ভূত’ ছবিতে প্লেব্যাক করবেন আবির । ছবিতে কন্দর্পনারায়ণের চরিত্রে পাওয়া যাবে আবিরকে। হরিণগড়ের রাজপুত্র কন্দর্পনারায়ণ হারিয়ে যায়। পাকেচক্রে সে ভিড়ে যায় ডাকাতদলে। আর ডাকাতদের হয়েই একটি গান গাইছেন আবির। গানে আবিরকে সঙ্গ দিচ্ছেন ছবির আরেকটি চরিত্রের অভিনেতা রজতাভ দত্ত। আবির-রজতাভর এই গান লিখেছেন শিলাজিৎ। সুরও দিয়েছেন তিনিই।

গানটি প্রথমে পেশাদার গায়ককে দিয়েই রেকর্ড করার কথা ভাবা হয়েছিল। তবে পরে গানটি সম্পর্কে ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। গানের মধ্যে লুকিয়ে থাকা রসবোধকে তুলে ধরতে গায়ক হিসাবে আবির এ রজতাভকে বেছে নেওয়া হয়েছে। গানটির নাম ‘ডাকাত হব আস্তে আস্তে’। আবিরের কণ্ঠে এমন গান কেমন লাগবে, তার জন্য অপেক্ষা আপাতত কিছুদিনের। তবে এর আগে অবশ্য প্লেব্যাক করেছেন অবির চট্টোপাধ্যায়। ‘কাট-মুণ্ডু’ ছবিতে প্লেব্যাক করেন তিনি।