অসাধারণ একজন অভিনেতা তাহসান : শ্রাবন্তী

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। বাংলাদেশেও তার দর্শকপ্রিয়তা রয়েছে। ‘যদি একদিন’ সিনেমার মাধ্যমে প্রথমবার বাংলাদেশের কোনো সিনেমায় অভিনয় করছেন এই অভিনেত্রী। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এ সিনেমার অধিকাংশ শুটিং শেষ হয়ছে।

গতকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁওস্থ আরটিভির নিজস্ব স্টুডিওতে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘যদি একদিন’ সিনেমার সংবাদসম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশে সিনেমাটির শুটিংয়ের অভিজ্ঞতা জানান শ্রাবন্তী। তিনি বলেন, ‘‘বাংলাদেশে আমার প্রথম সিনেমা ‘যদি একদিন’। এটি ভীষণ ভীষণ কাছের একটা সিনেমা। কারণ এই সিনেমাটির জন্য আমরা অনেক দিন ধরে পরিকল্পনা করছি। রাজ কলকাতায় গিয়ে আমাকে যখন গল্প শোনাল, সঙ্গে সঙ্গে আমি কাজটি করার জন্য রাজি হয়ে যাই। কনটেন্ট ভালো হলে তখন কাজ করতে ইচ্ছে করে। আমার কাছে মনে হয় গল্পই এই সিনেমার নায়ক। সেটাই আমার কাছে ভালো লেগেছে।’’

তিনি আরো বলেন, ‘আমি কিছুটা নার্ভাস ছিলাম। কারণ এটি আমার প্রথম বাংলাদেশি সিনেমা। রাজ আমাকে অনেক সহযোগিতা করেছে। এই সিনেমাটি পরিবারের সবাই মিলে দেখতে পারবেন।’

সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান সম্পর্কে শ্রাবন্তী বলেন, ‘অসাধারণ একজন অভিনেতা তাহসান। আমি প্রথমবার তার সঙ্গে কাজ করলাম। আমরা একসঙ্গে কক্সবাজারে শুটিং করেছি। সেখানে কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি তাহসানের কাছ থেকে। তার সময় জ্ঞান থেকে শুরু করে অনেক কিছুই শেখার আছে। খুব আন্তরিক একজন অভিনেতা তাহসান।’

অভিনেতা তাসকিন প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, ‘আমি কলকাতায় থাকা অবস্থায় তাসকিনের অনেক প্রশংসা শুনেছি। সে অনেক ভালো অভিনয় করে। আমাকে জিৎ বলেছে- তাসকিন খুব ভালো কাজ করে। তাই তো কিছুটা ভয়ে ছিলাম। এত বড় একজন অভিনেতার সঙ্গে কীভাবে কাজ করব।’

‘যদি একদিন’ সিনেমায় শ্রাবন্তী, তাহসান ও তাসকিন ছাড়াও অভিনয় করেছেন সাবেরী আলম, মাসুম বাশার, মিলি বাশারসহ অনেকে। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছে শিশুশিল্পী আফরিন শিখা রাইসা।