কিং খানের ২৬ বছরের জার্নি

গতকাল ২৬ জুন ছিল বলিউড তারকা শাহরুখ খানের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। জানা গেছে, ১৯৯২ সালের এই দিনে শাহরুখ খানের প্রথম ছবি ‘দিওয়ানা’ মুক্তি পায়। সেই থেকে শুরু। সেই শাহরুখ খান থেকে আজ তিনি বলিউডের ‘কিং খান’।

ওই বছর ‘দিওয়ানা’ ছবিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা নবাগত অভিনেতার পুরস্কার পান শাহরুখ। এরপর তার ঝুলিতে জমা হয়েছে অসংখ্য পুরস্কার আর সম্মাননা। অভিনয় করেছেন অসংখ্য ছবিতে।

গতকালই ক্যারিয়ারের ২৬ বছর পূর্ণ হল এ তারকার। এ উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় আবেগাপ্লুত মেসেজও দিয়েছেন তিনি।

এক টুইটে শাহরুখ জানান, ‘ভালবাসা, খুশি, দুঃখ…সব কিছুই প্রকাশ করছি। আশা করছি কিছুটা হলেও আপনাদের হৃদয় স্পর্শ করতে পেরেছি। আশা করছি সারা জীবন এ ভাবেই আপনাদের হৃদয় স্পর্শ করে যেতে পারব…।’

উল্লেখ্য, বড় পর্দায় শুরুটা ১৯৯২ সালে হলেও শাহরুখ খানের অভিনয়ের শুরুটা হয়েছিল ১৯৮০ সালে। টেলিভিশন সিরিজ ‘ফৌজি’ দিয়ে অভিনয় শুরু। প্রথম ছবি ‘দিওয়ানা’ থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘বাজিগর’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দেবদাস’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘চক দে ইন্ডিয়া’— একের পর এক হিট ছবি উপহার দিয়ে আজ তিনি বলিউড বাদশাহ। এই দিনে অনুরাগীরা তো বটেই, তাকে শুভেচ্ছা জানিয়েছে গোটা বলিউড।