ইসরায়েলি সেনাবাহিনীর কমপক্ষে ৫৪.৩ ভাগ সৈন্য গত বছর গাঁজা সেবন করেছে। ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথের বরাত দিয়ে ২৫ জুন মিডল ইস্ট মনিটর এ খবর প্রকাশ করেছে।
ইসরায়েলের মাদক-বিরোধী কর্তৃপক্ষের বরাত দিয়ে ওই খবরে বলা হয়, সৈন্যদের মধ্যে মাদকগ্রহণের মাত্রা কয়েক বছরে উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০০৯ সালে সৈন্যদের মধ্যে মাদকগ্রহণের হার ছিল মাত্র ১১ ভাগ। তাছাড়া অতীতে গাঁজা সেবনও অনেক বড় অপরাধ হিসেবে বিবেচিত হত। অভিযুক্ত সৈন্যদের জেলেও পাঠানো হত।
২০১৭ সালের জানুয়ারি থেকে নমনীয় নীতি গ্রহণ করে ইসরায়েলি সেনাবাহিনী। অবসর সময়ে সৈন্যদের দৈনিক পাঁচবার গাঁজা সেবনের অনুমতি দেয়া হয়। তবে বর্তমান আইন অনুযায়ী, দায়িত্ব পালনকালেও যেসব সৈন্য পাঁচবারের বেশি গাঁজা সেবন করেন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয় না এবং শাস্তিও দেয়া হয় না।