জয়ার ‘পাঁচ’

চলতি বছরের শেষ দিকে কলকাতার বড় পর্দা দখলে রাখবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অবশ্য শুধু বাংলাদেশের বললে ভুল হবে। দুই বাংলায়ই সমান জনপ্রিয় এ নায়িকা। আসছে জুলাই থেকে চারমাসে দুই বাংলার বড়পর্দায় মুক্তি পাবে জয়া আহসানের পাঁচটি চলচ্চিত্র। এর মধ্যে কলকাতায় চারটি ও বাংলাদেশে একটি চলচ্চিত্রের মুক্তির বিষয়টি চূড়ান্ত বলে জানিয়েছেন জয়া আহসান।

এ অভিনেত্রী জানান, অাগস্টে মুক্তি পাবে ‘ক্রিসক্রস’। সেপ্টেম্বরে ‘বৃষ্টি তোমাকে দিলাম’, অক্টেবরে ‘কণ্ঠ’ এবং ‘বিসর্জন’ চলচ্চিত্রের সিক্যুয়াল ‘বিজয়া’। আর সেপ্টেম্বরে বাংলাদেশে মুক্তি পাবে জয়া আহসান প্রযোজিত ও অভিনীত ‘দেবী’। এছাড়াও বাংলাদেশে নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ ও মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ রয়েছে সম্পাদনার টেবিলে।

ছবি মুক্তির বিষয়ে দুই বাংলার পাথ্যক্যের কথা জানান জয়া, কলকাতায় তো অনেকদিন ধরেই আমার ছবি একটার পর একটা মুক্তি পাচ্ছে। ওখানকার ছবিগুলো দর্শকের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। এখানকার ছবিগুলো দর্শকের কাছে যথাসময়ে পৌঁছায়না এটা অনেক দু:খের ব্যাপার, এই আর কি।

এদিকে সম্প্রতি জয়া অভিনীত ‘খাঁচা’ প্রদর্শিত হয়েছে কলকাতায়। ফেডারেশন অব ফিল্ম সোসাইটি ইন্ডিয়ার আয়োজনে বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে জয়া আহসান অভিনীত চলচ্চিত্রটি প্রদর্শিত হয় মঙ্গলবার বিকেলে। চলচ্চিত্রটি দর্শক সাদরে গ্রহণ করেছে বলে জানালেন জয়া।

উল্লেখ্য, দুদিন আগে সৃজিত মুখার্জীর পরিচালনায় নির্মিতব্য ‘চৌরঙ্গী’ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জয়া। তার দাবি, চিত্রনাট্যে এমন কিছু ঘনিষ্ঠ দৃশ্য ছিলো যা তার জন্য অস্বস্তিকর। চলচ্চিত্রটিতে তার বদলে জায়গা করে নিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।