ভাই তিনজন করে সাংবাদিক ঢুকবেন!

সকাল ঠিক আটটা। গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত বছির উদ্দিন উদয়ন একাডেমী ভোট কেন্দ্রে নির্বাচন কাভার করতে যাওয়া সাংবাদিকদের ভিড়। সিটি করপোরেশনের অন্যান্য কেন্দ্রের থেকে এখানে সাংবাদিকদের উপস্থিতির কারণ এখানে ভোট দেবেন বিএনপির মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকার।
ছোট্ট এই কেন্দ্রের বুথে প্রবেশের আগের মূল ফটকে দাঁড়ানো আছে দুইজন পুলিশ কনস্টেবল। ছয়জন করে ভোটারকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। এরই মধ্যে খবর আসে হাসান উদ্দিন সরকার ভোট দিতে আসছেন। স্বাভাবিকভাবেই সাংবাদিকদের ব্যস্ততা বেড়ে যায়।

মেয়রপ্রার্থীর ভোটদানের চিত্র ধারণ করার জন্য সাংবাদিকরা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে চাইলে বাজে বিপত্তি। দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা বলেন, একবারে তিনজন করে সংবাদিক ঢুকবেন।
কারণ জানতে চাইলে পুলিশ সদস্যরা বলেন, একবারে এত লোক ঢুকলে জায়গা হবে না।

সাংবাদিকরা এ সময় ছবির গুরুত্বের কথা বললেও তা মানতে নারাজ পুলিশ সদস্যরা। পরে কথা হয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মাহমুদুল হাসানের সঙ্গে। তিনিও একইসূরে কথা বলেন।
পরে বিএনপি প্রার্থী হাসান সরকার যখন কেন্দ্রের ভেতরে ভোট দিতে ঢুকেন তখন বেশিরভাগ সাংবাদিক ভেতরে প্রবেশ করেন। তখন অবশ্য পুলিশ সদস্যরা নীরবে দাঁড়িয়ে ছিলেন। তবে কক্ষটি ছোট হওয়ায় বিপুল সাংবাদিকদের কারণে হাসান সরকারের ভোট নিতে অনেকটা বেগ পেতে হয়।
সকাল আটটা ২০ মিনিটে ভোট দিয়ে সামনের খোলা জায়গায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসান সরকার। তিনি কেন্দ্র ত্যাগের পরপর বেশিরভাগ সাংবাদিক ওই এলাকা ত্যাগ করেন।