২১ টি কেন্দ্রের ফলাফল চলে এসেছে হাড্ডাহড্ডি লড়া্ইয়ে কে এগিয়ে দেখুন

বেসরকারী ভাবে প্রাপ্ত ফলাফল
কেন্দ্র: মোট ৪২৫ টি প্রাপ্ত কেন্দ্র ২১ টি
নৌকা প্রতিকে জাহাঙ্গীর আলম পেয়েছেন মোট : ২৯৪৮৯ টি ভোট
ধানের শীষে হাসান উদ্দিন সরকার পেয়েছেন মোট : ১১০৭৪ টি ভোট

আরোও পড়ুন
গাড়িতে ঘুরলেন, কেন্দ্রে নামলেন না হাসান
সকাল আটটার পর টঙ্গীর বছির উদ্দিন উদয়ন একাডেমিকে ভোট দেয়ার পর পরই অন্যান্য কেন্দ্র পরিদর্শনে বের হন বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। কিন্তু তিনি ঢুকলেন না কোথাও। কেন্দ্রের বাইরে গাড়ি থামিয়ে কিছুক্ষণ অপেক্ষার পরই ছুটলেন আরেক কেন্দ্রের পানে।

সঙ্গে থাকা লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শারীরিকভাবে অসুস্থতার কারণেই মূলত গাড়িতে বসে ছিলেন হাসান। এজন্য নেমে কেন্দ্র পরিদর্শনের ইচ্ছা থাকলে তিনি বের হননি।
তবে বিএনপির প্রার্থী যেসব কেন্দ্রের সামনে দিয়ে গিয়েছেন সেখানে বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হয়েছেন। তিনি সবার সঙ্গে কথা বলেছেন। সুবিধা অসুবিধার কথা শুনেছেন।

সকাল আটটার পর থেকে দুইজন প্রতিনিধি তার সঙ্গে দুপুর দুইটা পর্যন্ত হাসান সরকারের গাড়ির সঙ্গে ছিলেন। পুরো পথ তাকে অনুসরণ করেছেন।
বছিরউদ্দিন উদয়ন একাডেমির পর গাছা এলাকায় একটি কেন্দ্রে যান হাসান। সেখানেও তিনি গাড়ি থেকে না নেমে ঘুড়ে চলে আসেন।
এরপর ৮ নম্বর ওয়ার্ডের অরবিটল এডুকেয়ার স্কুল কেন্দ্রের সামনে যান বিএনপির প্রার্থী। তার গাড়ি দেখে নেতাকর্মীরা ছুঁটে আসেন। সেখানে কর্মী সমর্থকদের সঙ্গে কথা শেষ করে গাড়ি নিয়ে যান কাশিমপুরের নওয়াপাড়ার জরুন হাফিজিয়া মাদরাসা কেন্দ্রে।

সেখানেও হাসানকে দেখে কর্মীরা ছুটে আসেন। তবে তিনি সেখানেও গাড়ি থেকে নামেননি। এরপর ৩ নম্বর ওয়ার্ডের লালদিঘি জান্নাতুল বাকি দারুল উলুম মাদরাসা কেন্দ্রে যান ধানের শীষের প্রার্থী। এখানে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ফাঁকে তিনি একটি দোকানে চা পান করেন।

এরপর হাতিমারা হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে যাওয়ার পর কর্মী সমর্থকরা তার গাড়ি ঘিরে ধরেন। তার ব্যক্তিগত সহকারী দায়িত্বরত পুলিশের কাছে তিনি নামবেন বলে জানালেও শেষ পর্যন্ত হাসান সরকার গাড়ি থেকে নামেননি।
ফাঁকে ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্ট বের করে দেয়ার অভিযোগ করেন হাসান সরকার।
দুপুরের আগে আগে আশুলিয়া, জিরানি এলাকা ঘুড়ে বিএনপির মেয়র প্রার্থী চলে আসেন জয়দেবপুর বাজারে দলীয় কার্যালয়ে। সেখানে বেলা একটার পর সংবাদ সম্মেলন করে শতাধিক কেন্দ্র থেকে নিজের এজেন্ট বের করে দেয়া এবং হামলার অভিযোগ করে স্থগিত করার দাবি জানান।