বিশ্ববিদ্যালয় ভর্তিপ্রস্তুতি ২০১৮

সিএম মিরাজুল ইসলাম, সাবেক শিক্ষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

শেষ পর্ব

৯১.WTO-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক. ওয়াশিংটন ডি.সি

খ. জেনেভা গ. মন্ট্রিল ঘ. লন্ডন

৯২.WTO প্রতিষ্ঠিত হয় কত সালে?

ক. ১৯৯৪ সালে খ. ১৯৯৫ সালে গ. ১৯৯৬ সালে ঘ. ১৯৯৭ সালে

৯৩.বাংলাদেশ WTO-এর সদস্য পদ লাভ করে কত সালে?

ক. ১৯৯৫ সালে খ. ১৯৯৬ সালে গ. ১৯৯৭ সালে ঘ. ১৯৯৮ সালে

৯৪.বিশ্ব ডাক দিবস পালন করা হয় –

ক. ৫ জুন খ. ৮ অক্টোবর গ. ৯ অক্টোবর ঘ. ১১ জুলাই

৯৫.IFAD-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক. জেনেভা খ. প্যারিস

গ. রোম ঘ. ম্যানিলা

৯৬.UNICEF কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক. ১৯৪৬ সালে খ. ১৯৪৮ সালে গ. ১৯৪৯ সালে ঘ. ১৯৫০ সালে

৯৭.Sustainable Development Goals (SDG) এর সময় কাল কত?

ক. ২০১৬-২০১৩ খ. ২০১৫-২০২৫

গ. ২০১৭-২০২৭ ঘ. ২০১৬-২০২৫

৯৮.জাতিসংঘের শান্তির প্রতীক কী?

ক. জলপাই গাছ খ. কৃষ্ণচূড়া গাছ

গ. বট গাছ ঘ. কাঠ গোলাপ গাছ

৯৯. বিশ্ব জনসংখ্যা দিবস হচ্ছে –

ক. ১০ জুলাই খ. ১১ জুলাই গ. ১২ জুলাই ঘ. ১৩ জুলাই

১০০. জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?

ক. দিল্লি খ. নিউইয়র্ক গ. টোকিও ঘ. জে

উত্তর:

৯১খ. ৯২.খ. ৯৩.ক. ৯৪.গ. ৯৫.গ. ৯৬.ক. ৯৭.ক. ৯৮.ক. ৯৯.খ. ১০০.গ.