নরসিংদীতে খেলা নিয়ে সংঘর্ষে আহত স্কুলছাত্রের মৃত্যু

নরসিংদী সদর উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত স্কুলছাত্র মেহেদী হাসান (১৬) মারা গেছে। সে মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

মেহেদী উত্তর বাগহাটা গ্রামের সুলতান উদ্দিনের ছেলে। সে স্থানীয় নূর আফতাব আদর্শ বিদ্যাপিঠের চলতি বছরের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছিল।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মেহেদী হাসানসহ স্থানীয় কয়েকজন কিশোর রবিবার বাড়ির সামনে মাঠে ক্রিকেট খেলছিল। এ সময় মাঠের পাশে দাঁড়িয়ে থাকা একই গ্রামের এক কিশোরের গায়ে ক্রিকেট বলের আঘাত লাগে। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসাও করা হয়।

কিন্তু সোমবার সন্ধ্যায় পুনরায় প্রতিপক্ষের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে স্কুলছাত্র মেহেদীসহ অন্যদের ওপর হামলা চালায়। এতে আটজন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মেহেদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৮টায় সে মারা যায়। মেহেদীর বাবা সুলতান উদ্দিন বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে পুলিশ।

নরসিংদী সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মোজাফফর হোসেন বলেন, ‘এ ঘটনায় স্থানীয় বিল্লাল হোসেনকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লে­খ করে এবং অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। ‘