কলকাতায় চলচ্চিত্র উৎসবে জয়া আহসানের ‘খাঁচা’

দুই বাংলার জনপ্রিয় মুখ জয়া আহসান তার অভিনীত ‘খাঁচা’ সিনেমাটি দেখানো হবে আজ কলকাতার নন্দনে আয়োজিত বাংলাদেশি চলচ্চিত্র উৎসবে। দুই বাংলাতেই সমান তালে কাজ করছেন জয়া আহসান। কিন্তু তাঁর বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত কোনো কোনো ছবি সব সময় এপার বাংলার দর্শক দেখতে পান না। তেমনই একটি সিনেমা ছিল ‘খাঁচা।’ তবে এবার সে বাধা কেটে যাচ্ছে। আজ মঙ্গলবার নন্দনে এই ছবিটি দেখতে পাবে সিনেপ্রেমী মানুষ।

পরিচালক আকরাম খানের এই ছবি ১৯৪৭ সালের দেশভাগের ঘটনা নিয়ে প্রখ্যাত ঔপন্যাসিক হাসান হাজিজুল হকের একই নামের একটি গল্প অবলম্বনে তৈরি হয়েছে। বার বার দেশত্যাগের চেষ্টা করে বাংলাদেশি একটি হিন্দু পরিবার। কিন্তু প্রতিবারই কোনো না কোনো বাধার সম্মুখীন হয়। আর এই টানাপড়েন নিয়েই ‘খাঁচা’র গল্প।

‘‘আমার অন্যতম একটি প্রিয় ছবি খাঁচা। এই সিনেমার বিষয় এখনো প্রাসঙ্গিক এবং সমসায়িক। আকরম খান পরিচালিত ও বাংলাদেশের প্রথম আলো পুরস্কারপ্রাপ্ত এই ছবিটি বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত এবং প্রশংসিত হয়েছে। আমার খুব ভালো লাগছে, কারণ এই ছবিটি এবার কলকাতার মানুষও দেখতে পাবেন।’’ জানিয়েছেন জয়া আহসান।