অবৈধ পন্থায় আসা লাগেজ পার্টির নকল পণ্য বিক্রির দায়ে দেশি-বিদেশি নামিদামি ব্র্যান্ডের কসমেটিকসের (প্রসাধনী সামগ্রী) অন্যতম প্রতিষ্ঠান আলমাস সুপার শপকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার রাজধানীর ধানমন্ডিতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠাটিকে জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শাহনাজ সুলতানা। সার্বিক সহযোগিতা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-১ এর সদস্যরা।
অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, আলমাস একটি নামি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ওপর মানুষের রয়েছে আস্থা ও বিশ্বাস। সেই সরলতাকে পুঁজি করে অবৈধ পন্থায় আনা (লাগেজ পার্টির) বিভিন্ন বিদেশি প্রসাধনী সামগ্রী বিক্রি করছে। এসব প্রসাধনীর গায়ে আমদানিকারকের নাম লেখা নেই। এটি আসলে বিদেশি পণ্য নাকি দেশের তৈরি নকল পণ্য তার কোনো নিশ্চয়তা নেই।
তারা জানান, এসব পণ্যে ইচ্ছেমতো মূল্য লিখে বিক্রি করা হচ্ছে। এতে করে একদিকে ভোক্তাদের ঠোকাচ্ছে, অন্যদিকে রাজস্ব ফাঁকি দিচ্ছে। যা আইন অনুযায়ী দণ্ডনীয়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর অনুযায়ী, আলমাস সুপার শপকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে এ ধরনের অপরাধ করলে আইন অনুযায়ী তাদেরকে দ্বিগুণ জরিমানা করা হবে।