ট্রেলারেই নজরকাড়া অক্ষয়ের ‘গোল্ড’

আকর্ষণীয় কিছু পোষ্টার প্রকাশের পর এবার মুক্তি পেল অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত ‘গোল্ড’র অফিসিয়াল ট্রেলার। আর ২ মিনিট ১৮ সেকেন্ডের ট্রেলারই বুঝিয়ে দিয়েছে, এই ছবি বক্স অফিসে অনেক দূর যাবে।

একজন দেশপ্রেমিকের আবেগকে উপজীব্য করেই মূলত নির্মিত ছবিটি ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে।

ট্রেইলাটির শুরুতে দেখানো হয় স্বাধীনতার আগে সময়। তারপর ১২ বছর ধরে দেশের জন্য সোনার পদক জেতার যে লড়াই অক্ষয় ও অন্যান্য চরিত্রগুলো চালিয়েছে। তারই আভাস রয়েছে ট্রেলারে। ১৯৩৬ সালের অ্যাসিস্ট্যান্ট ম্যনেজার তাপস দাস স্বাধীন দেশে খেলার স্বপ্ন দেখেছিল। ছবিতে তুলে ধরা হয়েছে ভারতীয় হকির সোনালী যুগকে।
উল্লেখ্য, স্বাধীন ভারত ১৯৪৮ সালের ১২ আগস্ট অলিম্পিকে স্বর্ণপদক লাভ করে। এ বছর সেই ঐতিহাসিক ক্ষণের ৭০তম বর্ষপূর্তি পালন করবে ভারত।

একটি ট্যুইটে অক্ষয় লেখেন, ব্রিটিশ ভারতের বিজয়ী আর স্বাধীন ভারতের লিজেন্ড। ভারতের হকি খেলার স্বর্ণ সময়ের দর্শক হন, দেখুন ‘গোল্ড’।

ছবিটিতে টিভি তারকা মৌনী রায় অক্ষয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। যিনি তার স্বামীর সকল স্বপ্নকে সব সময় সমর্থন করেন। এটিই তার বলিউড ছবিতে প্রথম কাজ।

ছবিতে আরো আছেন কুনাল কাপুর, অমিত সাধ, বিনীত সিং, সানি কৌশল প্রমুখ। এরা হকি দলের সদস্যের ভূমিকায় অভিনয় করেছেন।

ছবিটি পরিচালনা করেছেন রীমা কাগতি। প্রযোজনা করেছেন ফারহান আখতার আর রিতেশ সিধওয়ানি। তারকা গীতিকার ও কবি জাভেদ আখতারের লেখা গানে সুর ও সংগীত আয়োজন করেছেন সংগীত পরিচালক জুটি শচীন-জিগার।