পোলাও, মুরগির কোরমা দারুণ লাগে

সাদা পোলাওয়ের সঙ্গে মিষ্টি করে রান্না মুরগির কোরমা দারুণ লাগে খেতে। মিষ্টি জর্দাও পছন্দের। কমবেশি সব ধরনের খাবার চেখে দেখা হয়। গরম ভাতের সঙ্গে করলা ভাজি খেতে ভালো লাগে। মায়ের হাতের কচুরলতি বিশেষ পছন্দ। কাঁঠালের বিচি, চিংড়ি মাছ কিংবা শুঁটকি দিয়ে লতি বেশ লাগে। সব রকম মাছ খেতে পছন্দ করি। তবে ভুনা করে রান্না করলে বেশি ভালো লাগে। চিংড়ি দিয়ে ঢেঁড়সও পছন্দের।

সকালের নাশতায় সাধারণত রুটি, আলুভাজি, ডিম, চা থাকে। বাড়িতে তৈরি খুদের চালের বউভাত দিয়ে কালিজিরা ভর্তার তো তুলনা নেই। বাইরের খাবারের মধ্যে চিজ ছাড়া আমেরিকান বার্গার বেশি খাওয়া হয়। এ ছাড়া সুযোগ পেলে আয়েস করে নুডুলস, চটপটি, ফুচকা খাই। মাঝেমধ্যে রাতে হুটহাট পুরান ঢাকায় বিরিয়ানি খেতে চলে যাওয়ার নজিরও আছে।