এক দৃশ্যেই ১২০ টেক!

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। আলিয়ার সঙ্গে তো প্রেম নিয়ে আলোচনা হচ্ছেই। সেই সঙ্গে আরও একটি বিষয় নিয়ে আলোচনায় আছেন এ অভিনেতা। সঞ্জয় দত্তের বায়োপিক ‘সাঞ্জু’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পর থেকেই তাকে নিয়ে চলছে আলোচনা। সূত্রে জানা যায়, বলিউডের এ তারকার শুটিংয়ে খুব একটা রিটেক দিতে হয় না। ছবিতে তার সাইন মানেই পরিচালকদের স্বস্তি।

অথচ একটা সময় ঠিকই অসংখ্যবার রিটেকের মধ্য দিয়ে যেতে হয়েছে এ অভিনেতাকে। কোনও একটি দৃশ্যের জন্য তো প্রায় ১২০টি টেক দিতে হয়েছিল রণবীরকে! সাওয়ারিয়া ছবির একটি গানের দৃশ্যের শুটিংয়ের জন্য প্রায় ১২০টি দিতে হয়েছে রণবীরকে।

রণবীরের ক্যারিয়ার শুরু ২০০৭ সালে। সে বছরই মুক্তি পেয়েছিল সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় ‘সাওয়ারিয়া’। এ ছবির মধ্য দিয়েই বলিউডে অভিষেক হয় রণবীরের। সে ছবিতে সোনম কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন রণবীর। আর সেখানেই একটি গানের দৃশ্যের শুটিংয়ে প্রায় ১২০ টেক দিয়েছিলেন রণবীর!

রণবীর জানিয়েছেন, ওই ছবির একটি গান ছিল, ‘যব সে তেরি নয়না…’। তথাকথিত ‘টাওয়ল সং’ হিসেবেই বলিউড মহলের পরিচিত এই গান। রণবীরের কথায়, ‘আমি প্রায় ৪৫-৫০ টা শট দিয়েছিলাম। সঞ্জয় খুব মিউজিক্যাল ডিরেক্টর। প্রত্যেকটা বিটে পারফেকশনের ওপর জোর দেয়। পরের দিন শুটিংয়ে যাওয়ার পর সঞ্জয় বলেছিল, আমি আবার শটটা নিতে চাই। সে দিন প্রায় ৭০ টা টেক দিয়েছিলাম’