দেখা হলো কথা হলো না

শারীরিক ও মানসিক অভিযোগ এনে রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন প্রিয়াঙ্কা সরকার। প্রিয়াঙ্কার অভিযোগ, বিশ্বাসভঙ্গ, শারীরিক ও মানসিক নির্যাতন এবং ছেলের ভরণপোষণের দায়িত্ব এড়ানোর কারণেই আইনি লড়াইয়ে নেমেছি। সহজের দায়িত্ব ও খরচ তিনিই বহন করছেন।

বিচ্ছেদের পর থেকে রাহুল ছেলের কোনো দায়িত্ব নেয়নি। গত বছর হাই স্কুলে ভর্তির সময় ছেলের দায়িত্ব নেবেন বলেও পিছিয়ে যায় রাহুল। প্রিয়াঙ্কার অভিযোগের পাল্টা জবাবে রাহুল বলেন, টাকার জন্য ছেলেকে দেখতে দিচ্ছে না প্রিয়াঙ্কা। যোগাযোগের চেষ্টা করেও উপেক্ষিত হয়েছি।

অভিযোগ পাল্টা অভিযোগ আর আইনি লড়াইয়ের মাঝেই সিনেমার শুটিংয়ের প্রয়োজনে একসঙ্গে সেটে হাজির হয়েছেন তারা। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে পরিচালক অরিন্দম শীলের পরবর্তী সিনেমা ‘ব্যোমকেশ গোত্র’-এর শুটিংয়ে মুসৌরিতে রয়েছেন রাহুল-প্রিয়াঙ্কা।

শুটিংয়ের প্রয়োজনে একসঙ্গে থাকলেও এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো কথা হয়নি। তবে তাদের ব্যক্তিগত বিষয় কোনোভাবেই যেন শুটিংয়ে প্রভাব না ফেলে সে দিকে নজর রাখছেন পরিচালক। দুজনের কাছ থেকেই পেশাদারিত্বের বিষয়টি আশা করছেন তিনি।

উল্লেখ্য, ভালোবেসে সংসার বেঁধেছিলেন রাহুল ব্যানার্জি ও প্রিয়াঙ্কা সরকার। পুত্র সহজের জন্মের পর তাদের দূরত্ব বাড়তে থাকে। শেষ পর্যন্ত যৌথ সম্মতিতেই বিবাহবিচ্ছেদ ঘটে এই দম্পতির।