‘মি প্যাড’ নামে শাওমির একটি ট্যাবলেট সিরিজ আছে, যেটির প্রত্যেকটি আপগ্রেডেড ভার্সন প্রত্যেক বছর একটি করে উন্মুক্ত করে শাওমি।
টেকরাডারের খবরে বলা হয়, গতবছর মি প্যাড থ্রি নামের ট্যাবলেটটি বাজারে এনেছিল শাওমি। তবে খুব বেশি সাড়া পায়নি এর মিডিয়াটেক প্রসেসরের কারণে।
এবছর মি প্যাডের পরবর্তী ভার্সনটি অর্থাৎ মি প্যাড ফোর রিলিজ করে আগের তুলনায় বেশি সাড়া পাবে বলে বিশ্বাস চীনের এই স্মার্টফোন কোম্পানিটির।
শাওমি মি প্যাড ফোরে থাকবে ৭.৯ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে যা অন্যান্য সাধারণ হাই এন্ড ট্যাবলেটের ডিসপ্লে হয়ে থাকে। এই ট্যাবলেটে শাওমি প্রথমবারের মতো ব্যবহার করবে ১৮ঃ৯ অ্যাসপেক্ট রেশিও।
মি প্যাড ফোরে প্রথমবারের মতো থাকছে স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর। তবে ডিভাইসটির ইন্টারনাল স্টোরেজ কত হবে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। সম্পূর্ণ স্পেসিফিকেশন জানার জন্য ডিভাইসটির লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।