‘রোড নাম্বার ৭, বাড়ি নাম্বার ১৩’

প্রত্যেক মানুষই তার স্বপ্নের সমান বড়। কে না স্বপ্ন দেখে। সব মানুষের কিছু না কিছু স্বপ্ন থাকে। তবে মানুষের সব স্বপ্ন পূরণ হয় না। তবুও মানুষ স্বপ্ন দেখে, একদিন সেই স্বপ্ন পূরণ হবে ভেবে।

শাকুর সাহেব ঠিক তেমন একজন মানুষ। তারও একটি স্বপ্ন ছিল। সেটি বাড়ি কেন্দ্রিক। যে বাড়িতে তার সন্তানরা বড় হয়েছে, কেটেছে তারও সোনালী দিন। সেই বাড়িটিকে সুন্দর করে সাজাবেন। সন্তানদের মানুষ করতে গিয়ে তা আর হয়ে ওঠেনি।

নিজে না পারলেও সন্তানরা সেই স্বপ্ন পূরণ করবে বলে তার বিশ্বাস ছিলো। কিন্তু বিধি বাম! সন্তানদের লোভ, স্বার্থপরতার কাছে মূল্যহীন হয়ে পড়ে তার স্বপ্ন।

এমন একটি স্বপ্নলোভা গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘রোড নাম্বার ৭, বাড়ি নাম্বার ১৩’। আবুল কালামের রচনায় এটি পরিচালনা করেছেন রুলীন রহমান। আজ রোববার (২৪ জুন) থেকে ধারাবাহিকটি টিভি পর্দায় প্রচারে আসছে।

‘রোড নাম্বার ৭, বাড়ি নাম্বার ১৩’-এ অভিনয় করেছেন আফরান নিশো, রিচি সোলায়মান, ইন্তেখাব দিনার, সুজানা জাফর, আজাদ আবুল কালাম, তানিয়া হোসাইন, শম্পা রেজা, আবুল হায়াত, খায়রুল আলম সবুজ, আফরোজা বানু, দিহান, শাহাদাৎসহ অনেকে।

বেসরকারি স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনে প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচারিত হবে ‘রোড নম্বর ৭, বাড়ী নম্বর ১৩’ নাটকটি।