আবারো চমক…

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন, শোবিজ অঙ্গনের প্রিয় একটি মুখ। গেল ঈদে ‘বড় ছেলে’ দিয়ে মাতিয়েছেন দর্শকদের। এবারো তার ব্যতিক্রম ঘটেনি। বলতে গেলে এবার ঈদেও নিজের অভিনীত নাটক-টেলিছবির মধ্যে দিয়ে চমক দেখালেন এ তারকা।

তার অভিনীত ‘বুকের বাঁ পাশে’ টেলিছবিটি দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলে। একইসঙ্গে এই টেলিছবিতে মাহতিম শাকিবের কণ্ঠে ‘বুকের বাঁ পাশে’ গানটি সবাই পছন্দ করছেন। ৪৮ ঘণ্টা পেরোনোর আগেই ইউটিউবে গানটি দেখা হয়েছে ২ লাখ ৯৭ হাজার বার।

এটিতে মেহজাবিন জুটি বেঁধেছেন আফরান নিশোর সঙ্গে। নাটকটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। গেল বছর এই নির্মাতার ‘বড় ছেলে’ নাটকে অভিনয় করে মেহজাবিন ব্যাপক আলোচনায় আসেন। তবে সেটিতে মেহজাবিন জুটি বাঁধেন জনপ্রিয় অভিনেতা অপূর্বর সঙ্গে।

এবার ঈদেও গেল বছরের সেই সাফল্য ধরে রেখেছেন তিনি। এ প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘এই টেলিছবির কাজ করতে গিয়ে আমাদের খুব কষ্ট হয়েছে। তখন ছিল রমজান মাস। আর ছিল ভ্যাপসা গরম। কথা ছিল, চারদিন কাজ হবে। কিন্তু পরে আরো একদিন আমাদের কাজ করতে হয়েছে। কাজ হয়েছে অনেকগুলো লোকেশনে। সব মিলিয়ে টেলিছবিটি দর্শকরা গ্রহণ করেছেন এটিই আমাদের কাজের সার্থকতা।’

বিভিন্ন চ্যানেলে ঈদে মেহজাবিন অভিনীত প্রায় এক ডজন নাটক প্রচার হয়। ঈদে প্রচার হওয়া তার অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি নাটক হলো সাজ্জাদ সুমনের ‘দ্বৈরথ’, মাহিদুল মনের ‘খেয়ালি তুমি হেয়ালী আমি’, আশফাক নিপুনের ‘ফেরার পথ নেই’, তুহিন হোসেনের ‘কতটা পথ পেরুলে’ ও হাবিব সাকিলের ‘নিঃশব্দে সুর’।

প্রতিটি নাটকে এই অভিনেত্রীকে দেখা গেছে বৈচিত্র্যময় চরিত্রে। দর্শকও নাটকগুলো বেশ উপভোগ করেছেন। মেহজাবিন বলেন, ‘এবার ঈদে প্রচারিত প্রতিটি নাটক আমার পছন্দের। কারণ ঈদের জন্য প্রায় ৪০টি নাটকের স্ক্রিপ্ট পেয়েছিলাম।

তার মধ্য থেকে বেছে বেছে শুধু ১৫টি নাটকে কাজ করেছি। তাই বলতে পারি কোনো নাটককে আমি ছোট করে দেখছি না। ঈদের সময় দর্শকদের টিভি নাটকের প্রতি অনেক বেশি আগ্রহ থাকে। আমিও দর্শকদের কথা ভেবে ভালো গল্পের নাটকেই কাজ করেছি।’

এদিকে এই অভিনেত্রী ঈদের ছুটি শেষে শুটিংয়ে ফিরেছেন। গতকাল নাম চূড়ান্ত না হওয়া একটি নাটকের শুটিং করেছেন বলে জানান।