ভাইজান আসছে…

পবিত্র ঈদুল ফিতরে মুক্তির মিছিলে থেকেও মুক্তি মিললো না ‘ভাইজান এলো রে’ ছবির। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ প্রস্তুতিও নিয়ে রেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের উচ্চ আদালতের হস্তক্ষেপে আটকে যায় ভাইজানের ভাগ্য।

কলকাতার দর্শকরা সে সময় ছবিটি দেখতে পেলেও ঢাকার দর্শকেরা ছবিটি দেখার সুযোগ হারান। তবে আশার আলো জ্বলে উঠছে, সবকিছু ঠিক থাকলে কিছুদিনের মধ্যেই হয়তো ‘ভাইজান এলো রে’ ছবিটি মুক্তি পাবে বাংলাদেশে।

সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে প্রদর্শনের জন্য তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে কলকাতার ছবি ‘ভাইজান এলো রে’। গো নিউজকে এই খবর নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহীন আরা বেগম। মে মাসের ২৮ তারিখে বিনিময়ের আবেদন করা এই ছবি প্রদর্শনের অনুমতি পেয়েছে জুনের ২১ তারিখ, তথা বৃহস্পতিবার।

বাংলাদেশে ‘ভাইজান এলো রে’ মুক্তি দিচ্ছে ঢাকার এন ইউ ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান। এর আগে প্রতিষ্ঠানটি ‘চালবাজ’ ছবিটিও আমদানী করেছিলো।

এন ইউ ট্রেডার্সের মালিক কামাল মোহাম্মদ কিবরিয়া এই প্রতিবেদককে জানিয়েছেন, ‘অনুমতির খবরটি তিনি পেয়েছেন। তবে এখনো চিঠি হাতে পাননি। তিনি আশা করছেন, চলতি সপ্তাহেই হয়তো আনুষ্ঠানিক চিঠিটি পৌঁছে যাবে তার হাতে। তারপরই ভাইজানের মুক্তির তারিখ জানাবেন এই সিনেমা ব্যাবসায়ী।’

এন ইউ ট্রেডার্সের সিনেমা প্রদর্শন সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বিশ্বকাপ ফুটবল চলাকালীন ‘ভাইজান এলো রে’ প্রদর্শনের কোন পরিকল্পনা নেই তাদের। সেক্ষেত্রে ছবিটি দেখতে দর্শকদেরকে অপেক্ষা করতে হবে জুলাই মাসের ১৫ তারিখ পর্যন্ত। কারণ সেদিন বিশ্বকাপের ফাইনাল ম্যাচের মাধ্যমে আয়োজনটির পর্দা নামবে এবং এরপরই হয়তো প্রেক্ষাগৃহে যাবে ভাইজান।

‘ভাইজান এলো রে’ ছবিটি নির্মাণ করেছেন জয়দীপ মুখার্জী। এতে অভিনয় করেছেন শাকিব খান, শ্রাবন্তী, পায়েল, শাহেদ আলী, দীপা খন্দকার, মনিরা মিঠু ও রজতাভ দত্ত। পশ্চিমবাংলায় বেশ ভালো সাড়া পেয়েছে এই ছবি।