নিখোঁজের ২ বছর পর মাকে পেয়ে আবেগাপ্লুত মা-ছেলে

২০১৬ সালের ১৫ আগস্ট হেনা বেগম (৬০) নামের এক বৃদ্ধা টাঙ্গাইল জেলার দেলদোয়ার উপজেলার পাহাড়পুরস্থ নিজ বাড়ি থেকে বের হয় তারপরে আর বাড়িতে ফেরেননি তিনি। মানসিক ভারসাম্যহীনতার কারণে ২০১৬ সালের ১৫ আগস্ট হেনা বেগম টাঙ্গাইল জেলার দেলদোয়ার উপজেলার পাহাড়পুরস্থ নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেননি।

তার সন্তান ও পরিজনেরা স্থানীয়ভাবে অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে তার আশা ছেরে যায়।পারিবারিক সূত্রে জানা যায় এই কথাগুলো । এরপর, দীর্ঘ ২২ মাস পর পরিবারের কাছে ফিরলেন মানসিক ভারসাম্যহীন হেনা বেগম। শুক্রবার সন্ধ্যায় মানবাধিকার সংগঠন রাইটস যশোর বৃদ্ধাকে তার ছেলের কাছে হস্তান্তর করে।হেনা বেগম টাঙ্গাইল জেলার দেলদোয়ার উপজেলার পাহাড়পুর এলাকা থেকে ২০১৬ সালের ১৫ আগস্ট হারিয়ে যান।

এদিকে ২০১৭ সালের ১১ নভেম্বর যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগরে হেনা বেগমকে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে আশ্রয় দেন স্থানীয় জৈনক জনি হোসেন। পরে বৃদ্ধাকে মানসিক রোগী বুঝতে পেরে স্থানীয়রা ঝিকরগাছা সমাজসেবা কর্মকর্তার সহযোগিতায় তাকে ঝিকরগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

পুলিশ হেনা বেগমের সঠিক ঠিকানা জানার চেষ্টা করে সফল না হওয়ায় মানবাধিকার সংগঠন রাইটস যশোশের সঙ্গে যোগাযোগ করে।রাইটস যশোর বৃদ্ধাকে থানা থেকে নিজেদের জিম্মায় নিয়ে স্থানীয় ঢাকা আহছানিয়া মিশনের শেল্টার হোমে রাখার ব্যবস্থা করে।এরপর রাইটস যশোর বৃদ্ধা হেনাকে কাউন্সেলিং করার মাধ্যমে তার কাছ থেকে সঠিক ঠিকানা বের করে পরিবারের সঙ্গে যোগাযোগ শুরু করে।পরে অনেক খোজ করে তাকে তার সন্তানদের কাছে হস্তান্তর করা হয় ।

মাকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন ছেলে। দু’জনের কান্নায় আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রায় আট মাস ধরে তার পরিবারের সন্ধান চালিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।