‘এরচেয়ে ভয়ংকর কিছু হতে পারে না’

গুণী সংগীতশিল্পী ফাহমিদা নবী। ১৯৮৯ সালে প্রথম অ্যালবাম প্রকাশের পর থেকেই ধারবাহিকভাবে নিয়মিত গান করে যাচ্ছেন এ শিল্পী। এরই মধ্যে বিভিন্ন একক, দ্বৈত ও মিশ্র অ্যালবামের মাধ্যমে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন ফাহমিদা। অডিও গানের পাশাপাশি চলচ্চিত্রের গানেও বেশ সফল এ শিল্পী। অ্যালবাম ও প্লেব্যাকের বাইরে স্টেজ ও টিভি শো নিয়েও সারা বছর জুড়ে ব্যস্ত থাকেন এ শিল্পী। সব মিলিয়ে কেমন আছেন।
দিনকাল কেমন চলছে? ফাহমিদা নবী উত্তরে বলেন, বেশ ভালো আছি। গান ও পরিবার নিয়েই কেটে যাচ্ছে সময়। চলতি ব্যস্ততা কি নিয়ে? ফাহমিদা বলেন, গান নিয়েই পুরোপুরি ব্যস্ত। বর্ষা ও রমজানের আগে তো শোয়ের মৌসুম ছিলো। বিভিন্ন স্থানে অনেক শোই করেছি। তবে এখন স্টেজ শো কম। বৃষ্টির কারণে তেমন একটা আয়োজন হচ্ছে না। হলেও ইনডোরে হচ্ছে। সেগুলো করছি টুকটাক। নতুন গানের কি খবর? ফাহমিদা বলেন, গেলো ভালোবাসা দিবসে অনেক দিন পর বাপ্পা মজুমদারের সঙ্গে একটি দ্বৈত গান করেছিলাম। সেটার ভিডিও পরবর্তীতে প্রকাশ হয়েছে। বেশ ভালো সাড়া পেয়েছি। গেলো ঈদে ‘ছুঁয়ে ছুঁয়ে যাই’ নামক একটি নতুন গান প্রকাশ হয়েছে লেজারভিশনের ব্যানারে। এ গানটির সুর ও সংগীত করেছে সুমন কল্যান। এর সাড়াও ভালো পেয়েছি। এর বাইরে আরও বেশ কিছু গান করেছি। সামনে এ গানগুলো নির্দিষ্ট সময় পর পর প্রকাশ হবে। চলচ্চিত্রের গান কি করছেন? ফাহমিদা নবী বলেন, চলচ্চিত্রের গানে আলাদা মজা আছে। চলচ্চিত্রের গান গল্প ও চরিত্র অনুযায়ি করতে হয় বলে এ ধরনের কাজে চ্যালেঞ্জও থাকে। গানে নিত্য নতুন চ্যালেঞ্জ নিতে না পারলে আসলে ভালো লাগে না। আমি বিভিন্ন ধরনের গান গাইতে চাই একজন শিল্পী হিসেবে। একই ধরনের কাজ করতে চাই না। তাই এখন একটু সময় নিচ্ছি। মন পছন্দ গান হলেই চলচ্চিত্রে গাইবো। চলতি সময়ে সংগীতের অবস্থা কেমন মনে হচ্ছে আপনার কাছে? ফাহমিদা নবী বলেন, এখন সময় আর আগের মতো নেই। এখন গান শোনার পাশাপাশি দেখারও বিষয়। তবে আমি সব সময় বলি অডিওতে আগে জোর দিতে। অডিও ভালো না হলে যত ব্যায়বহুল মিউজিক ভিডিও করা হোক সেটা কাজে আসবে না। এখন ইউটিউব একটি জনপ্রিয় মাধ্যম গান প্রকাশে। কিন্তু আমি মনে করি আমরা বড় বেশি ভিডিও নির্ভর হয়ে পরছি। এটা ঠিক নয়। ভিডিও করা যেতে পারে, কিন্তু ব্যায়বহুল মিউজিক ভিডিওর প্রতিযোগীতাটা ভালো বিষয় নয়। এর বাইরে এখন ইউটিউবে ভিউ নিয়ে একটা প্রতিযোগীতা চলছে। এটা বন্ধ করতে হবে। শুধুমাত্র ভিউ একটি গানের জনপ্রিয়তার মাপকাঠি কখনই নয়। একটি গান মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারলেই সফলতা। ভিউ গণনা করে লাভ নেই। এর বাইরে আরেকটি বিষয় আছে যেটা খুব খারাপ লাগে আমার কাছে। এখন যেন সবাই শিল্পী হওয়ার প্রতিযোগীতায় নেমেছে। আসলে প্রতিটি জায়গায় এমন অবস্থা। যে যেটা না সেটা হবার চেষ্টা করছে। এরচেয়ে ভয়ংকর কিছু হতে পারে না। এটা অস্থিতিশীল করে দিচ্ছে গানের বাজারকে।