রাশিয়া বিশ্বকাপে অংশ নিতে আসার আগে বিতর্কের মুখে পড়েছিল মেক্সিকোর ফুটবলাররা। স্কটল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জয়ের নৈশ পার্টিতে যৌনকর্মী এনে বিপত্তি বাঁধায় দলটি। কিন্তু সমালোচনার ছাপ নিজেদের পারফরম্যান্সে পড়তে দেয়নি তারা। ১৭ জুন, রবিবার নিজেদের প্রথম ম্যাচে জার্মানিকে হতাশায় ডুবিয়ে ১-০ গোলে জয় তুলে নেয়।
বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড জার্মানির দখলে। সর্বশেষ সাত বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কখনোই হারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। আর মেক্সিকোর বিপক্ষে তো বিশ্বকাপে হারার রেকর্ডই নেই চারবারের চ্যাম্পিয়নদের। কিন্তু সেই জার্মানদের হতাশায় ডুবিয়েছে জুয়ান কার্লোসের শিষ্যরা।
মেক্সিকোর এমন জয়ে উৎফুল্ল কলম্বিয়ার সাবেক ফুটবলার ফাউস্টিনো অ্যাসপ্রিলাও। কিন্তু উৎফুল্ল হয়ে তিনি যে কাণ্ড ঘটিয়েছেন, তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। মেক্সিকোর কোচ জুয়ান কার্লোসকে সরাসরি যৌন মিলনের নিমন্ত্রণ জানান নিউক্যাসেলে খেলা সাবেক এই কলম্বিয়ান তারকা।
সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে নিজ অ্যাকাউন্ট থেকে তিন নারীর সঙ্গে একটি ছবি পোস্ট করে অ্যাসপ্রিলা লিখেন, ‘মেক্সিকো ঐতিহাসিক জয় পেল। আমাদের তো উদযাপন করতেই হবে। ওদের কোচ জুয়ানকে সরাসরি প্রশ্ন করেন, ‘‘শুধু আপনি বলুন, এই তিন রমণীকে কোথায় পাঠাতে হবে’’।’
মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় অ্যাসপ্রিলার টুইটটি। মাত্র ১ ঘণ্টার মধ্যে সাত হাজার লাইক ও তিন হাজার বার রিটুইট করা হয়। এখানেই শেষ নয়, অ্যাসপ্রিলার টুইটটি ঘিরে শুরু হয় বিতর্ক। পরিস্থিতি আঁচ করতে পেরে টুইটটি ডিলিট করে দিতে দেরি করেননি তিনি।
অ্যাসপ্রিলার দেওয়া প্রস্তাব নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি মেক্সিকান কোচ। প্রস্তাব নিয়ে কোনো মন্তব্য না করে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচের জন্য শিষ্যদের নিয়ে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন জুয়ান কার্লোস।