বিশ্বকাপের লাইভে হয়রানির শিকার নারী সাংবাদিক

রাশিয়ার সারান্সক শহর থেকে বিশ্বকাপ ফুটবলের সংবাদ সরাসরি দেওয়ার সময় এক নারী সাংবাদিক যৌন হয়রানির শিকার হয়েছেন। কলম্বিয়ার নাগরিক ওই সাংবাদিকের নাম হুলিয়েন গনজালেজ থেরান। গত শুক্রবারের এ ঘটনাটির ভিডিওচিত্র তিনি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন।

জার্মানির টেলিভিশন ডয়েচে ভেলের স্প্যানিশ নিউজ চ্যানেলের জন্য বিশ্বকাপের লাইভে সংবাদ জানাচ্ছিলেন গনজালেজ থেরান। এ সময় এক ব্যক্তি তাঁকে যৌন হয়রানি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনার পরও থেরান থেমে থাকেননি। তিনি লাইভ চালিয়ে যান।

ডয়েচে ভেলেকে থেরান বলেন, ‘লাইভের জন্য আমি দুই ঘণ্টা ধরে প্রস্তুতি নিয়ে রাখি। এ সময় কোনো ঝামেলা হয়নি। যখনই আমরা লাইভে (সরাসরি সম্প্রচার) যাই, ওই লোক এ অবস্থার সুযোগ নেন। পরে তাঁকে আমি খুঁজি, কিন্তু পাইনি। তিনি পালিয়ে গেছেন।’

ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করার পর নারী সাংবাদিকদের প্রতি থেরান আরো সম্মান দেখানোর আহ্বান জানান। তিনি বলেন, ‘এ ধরনের আচরণ আমরা আশা করি না। আমরা পেশাদার এবং সম্মান পাওয়ার যোগ্য। আমি ফুটবলের আনন্দ ছড়িয়ে দেওয়ার কাজ করি। ভালোবাসা ও হয়রানির সীমা থাকা উচিত।’

যৌন হয়রানিকারী ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি।