নির্বাচনের দিন গাজীপুরে কল-কারখানা বন্ধ রাখার নির্দেশ ইসির

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের দিন ওই এলাকার সকল কল-কারখানা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার এ নির্দেশ দেওয়া হয়।

এ সিটিতে গত ১৫ মে নির্বাচন হওয়ার কথা থাকলেও আইনি জটিলতায় তা প্রায় দেড়মাস পিছিয়ে ২৬ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই লক্ষ্যে  গত সোমবার থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা।

প্রতিদ্বন্দ্বী প্রধান দুই মেয়র প্রার্থী ১৪-দলীয় জোট মনোনীত আওয়ামী লীগের মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ২০-দলীয় জোট মনোনীত বিএনপির হাসান উদ্দিন সরকার পৃথকভাবে এ প্রচারণায় নেমেছেন।