ভারতে প্রাপ্তবয়স্কদের মধ্যে মাত্র ২৫ শতাংশ ব্যক্তি ইন্টারনেট ব্যবহার করে। পুরো বিশ্বে সবচেয়ে কম প্রাপ্তবয়স্ক ইন্টারনেট ব্যবহারকারীর দেশগুলোর একটি ভারত। তানজানিয়ারও পরিস্থিতিও একইরকম। প্রাপ্তবয়স্ক ইন্টারনেট ব্যবহারকারীর বৈশ্বিক গড় হচ্ছে ৭৫ শতাংশ। ভারত ও তানজানিয়ায় প্রাপ্তবয়স্ক ইন্টারনেট ব্যবহারকারীর হার এর চেয়ে অনেক কম। পিও রিসার্চ সেন্টারের এক সমীক্ষায় এসব তথ্য ওঠে এসেছে। খবর বিজনেস টুডে’র।
পিও রিসার্চ সেন্টারের সমীক্ষা অনুসারে, সবচেয়ে বেশি প্রাপ্তবয়স্ক ইন্টারনেট ব্যবহারকারীর দেশ হচ্ছে দক্ষিণ কোরিয়া। সেদেশে ৯৬ শতাংশ প্রাপ্তবয়স্ক ইন্টারনেট ব্যবহার করে।
পিও রিসার্চ সেন্টার মোট ৩৭টি দেশের ওপর এই সমীক্ষা চালিয়েছে। সমীক্ষা অনুসারে, ভারত ও সাব-সাহারান আফ্রিকার দেশগুলোতে প্রাপ্তবয়স্ক ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা তুলনামূলকভাবে অন্যান্য দেশের চেয়ে অনেক কম।
সমীক্ষায় দেখা যায়, ১৮ থেকে ৩৬ বছর বয়সীরা সাধারণত ৩৭ বছরের বেশি বয়স্কদের চেয়ে ইন্টারনেট ব্যবহারে এগিয়ে আছে। পুরো বিশ্বেই এমনটা চলছে। ভারতে তরুণ প্রজন্মের ৩৫ শতাংশই ইন্টারনেট ব্যবহার করে।
অন্যদিকে, স্মার্টফোন ব্যবহারের দিক দিয়েও এগিয়ে আছে তরুণরা। ভারতে মাত্র ২২ শতাংশ প্রাপ্তবয়স্ক স্মার্টফোন ব্যবহার করে। ‘ফিচার-ফোন’ ব্যবহার করেন ৫১ শতাংশ প্রাপ্তবয়স্ক। আর ২৬ শতাংশ প্রাপ্তবয়স্কের কোন ফোনই নেই।উল্লেখ্য, ২০১৩ সালে ভারতে স্মার্টফোন ব্যবহারকারী প্রাপ্তবয়স্কের সংখ্যা ছিল মাত্র ১২ শতাংশ।
স্মার্টফোন ব্যবহারের দিক দিয়েও পুরো বিশ্বে সবচেয়ে এগিয়ে আছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে ৯৪ শতাংশ প্রাপ্তবয়স্ক স্মার্টফোন ব্যবহার করে। এছাড়া প্রত্যেকেরই ফোন রয়েছে।
গত চার বছরে ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালে দেশটিতে মাত্র ১৪ শতাংশ প্রাপ্তবয়স্ক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতেন। এখন তা বৃদ্ধি পেয়ে ৩৮ শতাংশে পৌঁছেছে। এর মধ্যে তরুণ প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী হচ্ছেন ২৮ শতাংশ। আর প্রবীণদের মধ্যে এই পরিমাণ হচ্ছে ১০ শতাংশ।