আকস্মিকভাবে বন্ধ করে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটটি খুলে দেওয়া হয়েছে।
ফলে এখন মোবাইল ফোন অপারেটরসহ অন্য আইএসপির মাধ্যমে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ওয়েবসাইট ব্রাউজ করা যাচ্ছে।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটের লিংক ‘ব্লক’ করতে মোবাইল ফোন ও আইআইজি অপারেটরগুলোকে নির্দেশনা দিয়েছিল টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
রাত ১০টার পর আরেক ই-মেইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লিংকগুলো খুলে দেওয়ার নির্দেশনা মোবাইল ফোন ও আইআইজি অপারেটরগুলোকে দেয় বিটিআরসি।
কী কারণে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইট বন্ধ করা হয়েছিল, সে বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বাংলা ভাষার প্রথম ইন্টারনেট সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ২০০৬ সালে যাত্রা শুরু করার পর এখন বাংলা ভাষার সর্ববৃহৎ সংবাদ প্রকাশক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এখন ইউনিক ভিজিটর সংখ্যা এক কোটির বেশি; প্রতি মাসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ওয়েবসাইটের ১০ কোটি পাতা খোলা হয়।