বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার (১৬ জুন) মুসলমানদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। এ বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
শুক্রবার (১৫ জুন) সন্ধ্যায় চাঁদ দেখা কমিটি এ তথ্য জানায়। এছাড়াও সন্ধ্যা ৭টার কিছু আগে চট্টগ্রামের আকাশে প্রথম দেখা যায় চাঁদ। পরে দেশের বিভিন্ন জায়গায় ঈদের চাঁদ দেখা যায়। সেই অনুযায়ী ২৯টি রোজায় সম্পন্ন হলো পবিত্র রমজান মাস।
রাজধানীতে ঈদের নামাজ আদায়ের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে রাজধানীর জাতীয় ঈদগাহে। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সেখানে। সকাল সাড়ে ৮টায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে। তবে, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে সকাল ৯টায় ঈদের প্রধান জামাত হবে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে।
জাতীয় ঈদগাহে ঈদের নামাজে ইমামতি করবেন বায়তুল মুকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
এদিকে, গতকাল বৃহস্পতিবার (১৪ জুন) সৌদি আরবসহ বিভিন্ন দেশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। সেসব দেশে আজ শুক্রবার (১৫ জুন) উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও চাঁদপুরের ৪০ গ্রামসহ বিভিন্ন জেলায় ঈদ উদযাপন করা হচ্ছে।