৭০ বছর ধরে না খেয়ে বেঁচে আছেন তিনি!

সত্তর বছর ধরে শুধু হাওয়া খেয়ে বেঁচে আছেন এক যোগী! ভারতের গুজরাট রাজ্যের মহসেনা জেলার চারোদ গ্রামের ওই যোগীর নাম প্রহ্লাদ জৈন (৮৮)। মাত্র ১৮ বছর বয়স থেকেই তিনি সব ধরনের খাওয়া-দাওয়া বন্ধ করে দেন। শুধু হাওয়া খেয়ে বেঁচে আছেন বলে দাবি তাঁর!

এলাকায় মাতাজি নামেই প্রসিদ্ধ প্রহ্লাদ। তাঁকে এক পলক দেখার জন্য মানুষ দূরদূরান্ত থেকে ছুটে আসেন।

একাধিক বিজ্ঞানী তাঁর এই হাওয়া খেয়ে বেঁচে থাকার রহস্য উন্মোচনের চেষ্টাও করেছেন। তিনি সত্যি বলছেন কি না, তা জানার জন্য একাধিকবার ডাক্তারি পরীক্ষাও করা হয়েছে। এমনকি ভারতের প্রয়াত রাষ্ট্রপতি বিজ্ঞানী এ পি জে আবদুল কালামও তাঁকে নিয়ে গবেষণা করেছেন।

২০১০ সালে মাতাজি তথা প্রহ্লাদ জৈনের ওপর পর্যবেক্ষণ শুরু করে ইনস্টিটিউট অব সাইকোলজি এবং অ্যালায়েড সায়েন্স। টানা ১৬ দিন ধরে প্রহ্লাদ জৈনের কার্যকলাপের ওপর নজরদারি চালানো হয়। পাশাপাশি তাঁর শরীরের এমআরআই, আলট্রাসনোগ্রাফি, এক্স-রেও করা হয়। সেইসঙ্গে তাঁর নিত্যদিনের কর্মব্যস্ততার ছবিও ভিডিও রেকর্ডিং করা হয়।

তবে প্রহ্লাদ জৈন ওরফে মাতাজির দাবি, তিনি শুধু ধ্যান করেই কাজের শক্তি পান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে ভারতীয় রাজনীতির অনেক বড় বড় নেতা প্রহ্লাদ জৈন ওরফে মাতাজিকে একবার দেখার জন্য তাঁর বাড়িতে যান।