‘গিভ অ্যান্ড টেক’

গিভ অ্যান্ড টেক। যার অর্থ আগে দাও পরে নাও। শোবিজ জগতের সঙ্গে এই বাস্তবতা ওতোপ্রতভাবে জড়িত। যদিও সবকিছুই ঘটে অন্তরালে। সেই নির্মম বাস্তবতাই এবার পর্দায় তুলে ধরছেন বাপ্পি খান। পতিতাবৃত্তিতে জড়িয়ে পড়া এক তরুণীকে প্রেমিকের নিষিদ্ধ জগত থেকে ফিরিয়ে আনার কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ঈদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গিভ অ্যান্ড টেক’।

স্বল্পদৈর্ঘ্যটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা আলী নূর জয়। তার বিপরীতে আছেন আলভিয়া। এছাড়াও বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল। ঈদের দিন টিএস নূর প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ১৭ মিনিটের এ স্বল্পদৈর্ঘ্যটি।

এই চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে জয় বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে চলচ্চিত্রটিতে অভিনয় করেছি। আমার চরিত্রটি এমন, প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার পর আমি জানতে পারি আমার প্রেমিকা পতিতাবৃত্তিতে জড়িয়ে পড়া এক ভাগ্যহত তরুণী। এ সত্য উন্মোচনের পরও আমি তার দিকে হাত বাড়িয়ে দেই। সুন্দর জীবনে তাকে ফিরিয়ে আনি।