নকলার ইকোপার্কে গড়ে উঠছে পশু-পাখির অভয়াশ্রম

পরিবশে রক্ষা ও পশুপাখির অভয়াশ্রম গড়ে তোলার লক্ষ্যে ছয়-সাত বছর আগে জেলার নকলা উপজেলার উরফা ইউনিয়নে সাড়ে সাত একর জমির ওপর গড়ে উঠেছে ইকোপার্ক। ইকোপার্কটি দেখভাল করার জন্য মাত্র একজন কেয়ারটেকার রয়েছে বলে জানা গেছে।

২০১২ সালে ভোগাই নদীর পরিত্যক্ত জলাভূমিতে বিলুপ্ত প্রায় ঔষধিসহ বিভিন্ন দেশি প্রজাতির গাছপালা দিয়ে পরিকল্পিতভাবে ইকোপার্কের নির্মাণ কাজ শুরু হয়। বিভিন্ন স্থান থেকে মাটি কেটে এনে জলাভূমির সাড়ে সাত একর জমি ভরাট করে উঁচু ভূমিতে পরিণত করা হয়। এর একপাশ দিয়েই বয়ে গেছে ভোগাই নদীর শাখা কোদালধোয়া খাল।

ইকোপার্কের বিস্তীর্ণ এলাকার চারপাশ জুড়ে তালগাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে অনেকগুলো তালগাছ লাগানোও হয়েছে। ভেতরে পরিকল্পিতভাবে ঔষধি গাছ ও দুষ্প্রাপ্য সব দেশি প্রজাতির গাছ লাগানো হচ্ছে। ইতোমধ্যে এখানে ১১২ প্রজাতির গাছ লাগানো হয়েছে।

সরেজমিনে দেখা গেছে—ইকোপার্কের গাছগুলো বেশ সতেজ হয়ে উঠেছে। ছোট-খাটো পশুপাখির দেখাও মিললো সেখানে। এলাকার পরিবেশবাদী সংগঠনগুলোও এ ব্যাপারে যথেষ্ট সচেতন। তারা এলাকার উঁচু গাছগুলোতে মাটির হাঁড়ি বেঁধে দিয়েছে। যেন পাখিরা বাসা তৈরি করতে পারে। সেই সঙ্গে পাখি হত্যা বা ধরা নিষেধ ও আইনত দণ্ডনীয় শীর্ষক নোটিস লাগিয়ে দিয়েছে।

স্থানীয় কয়েকজন চাষি জানান, এখন প্রতিদিন ঘুঘু চড়াই প্রভৃতি পাখি তাদের আবাদকৃত মুগকলাইয়ের ক্ষেত নষ্ট করছে। দুই/তিন বছর আগেও এসব এলাকায় এসব পাখি দেখা যেতো না। এরপরও স্থানীয় বাসিন্দাদের কামনা, এ ইকোপার্কের কল্যাণে ফিরে আসুক হারিয়ে যাওয়া অরণ্য, পশুপাখি আর পরিবেশ।

ইকোপার্কটি দেখভালের জন্য একমাত্র কেয়ারটেকার জানান, ইকোপার্কে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ। বর্ষার সময় এখানে আশেপাশের বিষাক্ত সাপ এখানে এসে আশ্রয় নেয়। পার্কে লাগানো গাছপালাগুলো এখনই পাখির বাসা গড়ার মতো না হলেও এখনই ছোট প্রজাতির বহু পাখি এসব গাছে বাসা বেঁধেছে। গাছপালাগুলো পরিণত হলেই এটা পশুপাখির অভয়ারণ্যে পরিণত হবে। তবে ইকোপার্কটি দেখভাল করার জন্য আরো লোকবল দরকার।

এ প্রসঙ্গে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আশরাফউদ্দিন বলেন, পরিবেশ উন্নয়ন ও পশুপক্ষির অভয়ারণ্য গড়ে তোলার লক্ষ্যে এ প্রকল্প শুরু হয়। জলাভূমির উন্নয়ন ও মাটি ভরাট করা হয়েছে। সেখানে কৃষি বিভাগের তত্ত্বাবধানে ইতোমধ্যে প্রায় আড়াই হাজার বিভিন্ন দুষ্প্রাপ্য গাছ রোপণ করা হয়। পার্কটি দেখভাল করার জন্য আপাতত একজন কেয়ারটেকার রয়েছে।