ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনোমিক্যাল সেন্টারের (আইএসি) মতে, আগামীকাল বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে এবং সেই অনুযায়ী আগামী শুক্রবার সৌদি আরবসহ আলজেরিয়া, লিবিয়া, মিসর, কুয়েত ও কাতারে পবিত্র ঈদুল-ফিতর পালিত হতে পারে।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আনুষ্ঠানিক ঘোষণা নির্ভর করছে চাঁদ দেখার ওপর। আগামীকাল যদি নতুন চাঁদ দেখা যায় তাহলে বৃহস্পতিবার রমজান মাস শেষ হবে এবং শুক্রবার ঈদুল-ফিতর উদযাপিত হবে।
আইএসি বলছে, ১৪ জুন রাতে উল্লিখিত দেশগুলোতে খালি চোখে অথবা টেলিস্কোপের মাধ্যমে নতুন চাঁদ দেখা যেতে পারে।
তবে নতুন চাঁদ দেখার বিষয়টি স্থান ও আবহাওয়ার ওপর নির্ভর করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।