এবার ঈদে ছয় খন্ডের ধারাবাহিক নাটক ‘চুটকী ভান্ডার’

২০১৬ সালে এটিএন বাংলার ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচারিত হয়েছিল অভিনেতা শামীম জামানের পরিচালনায় ছয় খন্ডের ধারাবাহিক নাটক ‘চুটকী ভান্ডার’। একই বছর কোরবানীর ঈদে প্রচারিত হয় ‘চুটকী ভান্ডার-২’। এরপর গত বছরের রোজার ও কোরবানীর ঈদে যথাক্রমে প্রচারিত হয় ‘চুটকী ভান্ডার-৩’ ও ‘চুটকী ভান্ডার-৪’।

সেই ধারাবাহিকতায় এবার ঈদে প্রচারিত হবে খন্ড নাটক ‘চুটকী ভান্ডার-৬’। শুরুর বছরে ছয় খন্ড দিয়ে এটির প্রচার শুরু হলেও এ বছর অনুষ্ঠানমালা প্রচারের দিন বৃদ্ধি পাওয়ায় খন্ড সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এবার প্রচারিত হবে জনপ্রিয় এ নাটকটির দশটি খন্ড।

‘চুটকী ভান্ডার’-এর খন্ড নাটকগুলো বেশ কয়েকজন নাট্যকারের লেখা হলেও বরাবর এটি পরিচালনা করে থাকেন শামীম জামান। এবার যে খন্ড নাটকগুলো প্রচার হবে সেগুলো হলো- ক্ষমতা, রমিজ আলীর নেচার, দোতালা বাস, টিকিট, মাছের গন্ধ, যাত্রা, বেতন বৃদ্ধি, পথ্য, নেশাখোর এবং ইসতিরি। ঈদের দিন থেকে শুরু করে দশম দিন পর্যন্ত খন্ড নাটকগুলো এটিএন বাংলায় রাত ৮টায় প্রচারিত হবে।

এবারের প্রথম খন্ডের নাটক শুরু হবে এভাবে- ডাক্তারের কাছে গেছেন একজন মোটা লোক। ডাক্তার তার রোগ পরীক্ষা করে কিছু ওষুধ দিলেন। বলে দিলেন, আপনি সকালে এবং রাতে ভাত খাবেন না, পথ্য খাবেন। দুইটা রুটি সকালে এবং দুইটা রুটি রাতে খাবেন। লোকটি মাথা নেড়ে বেরিয়ে গেলেন। হঠাৎ আবার ডাক্তারের চেম্বারে ঢুকলেন।’ বাকিটা জানতে হলে চোখ রাখতে হবে এটিএন বাংলার পর্দায়।