ঈদে মালয়েশিয়া মাতাবেন আইয়ুব বাচ্চু, পূর্ণিমাসহ একঝাঁক তারকা

ঈদের পর ৩০ জুন একটি কনসার্টে অংশ নিতে কুয়ালালামপুর যাচ্ছেন আইয়ুব বাচ্চু, ইমরান, মিলা, ফেরদৌস, পূর্ণিমা ও আবু হেনা রনি। ‘ঈদ উৎসব’ নামে এ কনসার্টকে ঘিরে ইতোমধ্যে প্রবাসীদের মাঝে আলোড়ন সৃষ্টি হয়েছে।

কুয়ালালামপুর ও এর আশপাশের বাংলাদেশী অধ্যুষিত দোকান ও বিপনী বিতানগুলোতে শোভা পাচ্ছে রং বে রংয়ের পোস্টার ও ব্যানার।

আয়োজক কোম্পানি এজিডি পিক্সার্চের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেইজে বিভিন্ন ব্যানারের পাশাপাশি আইয়ুব বাচ্চু’র একটি ভিডিও চিত্র দেখা যাচ্ছে। যেখানে তিনি বলছেন, ‘আসছি মালয়েশিয়ায়, দেখা হবে ৩০ জুন শনিবার কুয়ালালামপুরে।’

একই ধরনের ভিডিও চিত্র প্রকাশ করা হয়েছে ফেরদৌস, পূর্ণিমা ও আবু হেনা রনি’র। এজিডি পিক্সার্চে’র চেয়ারম্যান দাতু সেলিম গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মলনে বলেন, সাম্প্রতিক সময়ে একটি কনসার্টকে ঘিরে ঘটে যাওয়া কিছু ঘটনা মালয়েশিয়ায় আমাদের ভাবমূর্তি দারুনভাবে ক্ষুন্ন হয়েছে। ক্ষুন্ন হওয়া এই ভাবমূর্তি ফিরিয়ে আনতে এজিডি পিক্সার্চ এই কনসার্টটি করার উদ্যোগ নিয়েছে।

তিনি আরো বলেন, ঈদের সময় নানা জটিলতায় অনেকে-ই দেশে যেতে পারে না। বিপুল পরিমাণ এই প্রবাসীদের একটু বিনোদনের সুযোগ করে দিচ্ছে এজিডি পিক্সার্চ।

সংবাদ সম্মলনে বলা হয়, প্রবাসে দেশের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার দায়ভার কিছুটা হলেও প্রবাসীদের উপর বর্তায়। এছাড়া এই কনসার্টে’র মাধ্যমে সমগ্র মালয়েশিয়ায় একটি বার্তা পৌঁছে দিতে চাই যে, আমরা বাংলাদেশিরাও পারি একটি কোয়ালিটিপূর্ণ প্রোগ্রাম উপহার দিতে।

সংবাদ সম্মলনে উল্লেখ করা হয়, দর্শক মাতাতে মঞ্চে থাকবেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড এলআরবি, বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় শিল্পি ইমরান, মঞ্চ কাঁপানো শিল্পী মিলা, জনপ্রিয় অভিনেতা ফেরদৌস, অভিনেত্রী পূর্ণিমা ও কমেডিয়ান আবু হেনা রনি। থাকবেন স্থানীয় শিল্পী ইয়াসমিন আজিজ ও বাংলা গানে স্থানীয় শিল্পীদের নাচ।

এছাড়া অনুষ্ঠানের পরিকল্পনায় কিছু ব্যতিক্রমী চমক রয়েছে যেগুলো দর্শক অনুষ্ঠানের দিন উপভোগ করতে পারবেন। যারা টিকিট ক্রয় করছেন তাদের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে লটারির মাধ্যমে আইফোন, স্যামসাংসহ ১০টি মোবাইল ফোন।

অনুষ্ঠানস্থলে বিকাল ৪টা থেকে ঢুকতে পারবেন দর্শকরা। নিচ্ছিদ্র নিরাপত্তায় কাজ করবে স্থানীয় সিকিউরিটি সদস্যরা (রেলা)। ভিভিআইপি, ভিআইপি, গোল্ড ও সিলভার ক্যাটাগরিতে নির্দিষ্ট সংখ্যক টিকিটের ব্যবস্থা রয়েছে। পরিবার ও মেয়েদের জন্য পৃথক বসার ব্যবস্থাও রয়েছে। প্রথমবারের মতো মোবাইলে টিকিট কেনার সুযোগ রাখা হয়েছে। এতে করে যে কেউ ঘরে বসে টিকিট কিনতে পারবেন।

টিকিট প্রাপ্তি ও যে কোন তথ্যের জন্য একটি হটলাইন নাম্বার (+601111606193) সার্বক্ষনিক চালু রয়েছে। টিকিট কেনার পর মোবাইলে কনফার্মেশান ম্যাসেজ যাবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাঙালি ও বাংলাদেশের এ সংস্কৃতি বিশ্বব্যাপি তুলে ধরার লক্ষে এজিডি পিক্সার্চ কাজ করছে। এজিডি পিক্সার্চ মুলত মালয়েশিয়ায় একটি প্রোডাকশান হাউজ হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষে এগুচ্ছে।

সকলের সার্বিক সহযোগীতায় এজিডি পিক্সার্চ এসডিএনবিএইচডি একটি সুন্দর, গোছালো ও জমকালো কনসার্ট উপহার দিতে চায় বলে সংবাদ সম্মলনে দাবি করা হয়।