ঈদে সর্বাধিক চমক নিয়ে আসিফ

ঈদে সর্বাধিক চমক নিয়ে এবার হাজির হচ্ছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। এ উপলক্ষে রমজানজুড়েই প্রকাশ হয়েছে তার বেশ কিছু অডিও এবং ভিডিও। বিভিন্ন অডিও কোম্পানি থেকে এসব গান প্রকাশ হয়েছে। হিসেবে কষে জানা গেছে ঈদ উপলক্ষে সর্বাধিক গান এবার প্রকাশ পাচ্ছে এবার এ শিল্পীর। শুধু তাই নয়, বেশ কিছু চমকে পরিপূর্ণ মিউজিক ভিডিও রয়েছে প্রকাশের তালিকায়। আসিফের নিজের কোম্পানি আর্ব এন্টারটেইনমেন্টের ব্যানারেও প্রকাশ হবে বেশ কিছু ঈদের গান।
এরই মধ্যে নিউ ভিশন বিডি নামক একটি কোম্পানি আত্মপ্রকাশ করেছে আসিফের ঈদের গানের মাধ্যমে। ‘দুই দুবার’ শিরোনামের এ গানটিতে আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছেন কলকাতার গায়িকা জেমি ইয়াসমীন। এ গানের ভিডিওতে মডেল হয়েছেন আসিফ ইমরোজ ও আফ্রি। সেভেনস টিউন থেকে প্রকাশ হয়েছে আসিফের একক গানের মিউজিক ভিডিও ‘কসম’। এ গানে তার মডেল হিসেবে কাজ করেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নেয়া এভ্রিল। ঈদের অন্যতম বড় গান হিসেবে ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ হয়েছে আসিফ-কর্নিয়ার দ্বৈত গান ‘একবার ছুঁয়ে যা হৃদয়’। সৈকত নাসিরের পরিচালনায় এ গানটিতে পারফর্ম করেছেন আসিফ ও কর্নিয়া। বাংলা ঢোল থেকে ঈদ উপলক্ষে প্রকাশ হয়েছে আসিফ আকবরের মিউজিক ভিডিও ‘ঈদ মুবারাক’। হাসান মতিউর রহমানের কথা ও সুরে এর সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। এর বাইরে আসিফের নিজস্ব ইউটিউব চ্যানেলে ঈদ উপলক্ষে প্রকাশ হয়েছে মারজুক রাসেলের কথা ও সুরে ‘বকবক টগবগ’ শিরোনামের গান। গানটির সংগীতায়োজন করেছেন জেকে মজলিশ। একই চ্যানেল থেকে প্রকাশ হয়েছে আসিফের আরও একটি নতুন গান ‘মেয়ে তুমি কই’। সুহৃদ সুফিয়ানের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ুন। অন্যদিকে সিডি চয়েজের ব্যানারে প্রকাশ হবে আসিফ আকবরের আরও একটি নতুন গান। ‘মনটা নরম করো না’ শিরোনামের এ গানটির সুর করেছেন মোহাম্মদ মিলন। এর বাইরে আরও প্রায় এক ডজন নতুন গানের কাজ এরই মধ্যে শেষ করেছেন আসিফ। নিজের ঈদের গান প্রসঙ্গে এ সংগীত তারকা বলেন, আসলে আমি কাজে বিশ্বাসী। কাজের মধ্যে থাকলে আমার শরীর ও মন দুটোই ভালো থাকে। সেদিক থেকে এ বছর অনেক কাজ করেছি। বেশিরভাগ সময় ব্যস্ত ছিলাম নতুন গান রেকর্ডিং ও মিউজিক ভিডিওর শুটিংয়ে। শ্রোতারা এ বছর এরই মধ্যে আমার গাওয়া গানগুলো সাদরে গ্রহণ করেছেন। ঈদ উপলক্ষে বেশ কিছু চমকে ভরপুর গান প্রকাশ হয়েছে ও ঈদের আগ পর্যন্ত হবে। আমি আশাবাদী গানগুলো নিয়ে। কারণ প্রতিটি গানেরই কথা ও সুরে ভিন্নতা খুঁজে পাবেন শ্রোতারা। আর ভিডিওগুলোও দর্শক উপভোগ করবেন বলে আমার বিশ্বাস। ঈদের পরও টানা গান প্রকাশের ধারাবাহিকতাটা আমার অব্যাহত থাকবে। সবাই দোয়া করবেন আমার জন্য।