আনুশকা উপস্থিত থাকায় এই পুরস্কার বেশি স্পেশাল: কোহলি

এ মৌসুমে অনন্য পারফরমেন্সের জন্য ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে পলি উমিগর পুরস্কারে ভূষিত করা হয়েছে। মঙ্গলবার বিসিসিআই-এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তার সাথে এসেছিলেন স্ত্রী আনুশকা শর্মাও।

২০১৬-১০১৭ মৌসুমে ১৩টি টেস্টে ১৩৩২ রান সংগ্রহ করেছেন বিরাট। তাঁর গড় ৭৪। অন্য দিকে ২৭টি একদিনের ম্যাচে তাঁর সংগ্রহ রান ১৫১৬। গড় ৮৪.২২। চলতি মৌসুমেও ছয়টি টেস্টে সংগ্রহ করেছেন ৮৯৬ রান। এই মৌসুমে তাঁর টেস্ট অ্যাভারেজ ৮৯.৬, ওয়ান-ডে অ্যাভারেজ ৭৫.৫০। এই পারফরমেন্সের জন্য তাঁকে পলি উমিগর পুরস্কারে ভূষিত করা হল।

বিরাটের হাতে পুরস্কার তুলে দেন রবি শাস্ত্রী। পুরস্কারের মঞ্চে দাঁড়িয়ে বিরাট কোহলি বলেন, ‌‘আমার স্ত্রী এখানে আছেন। এই পুরস্কার এই কারণেই আমার কাছে বেশি স্পেশাল।’