পৃথিবীতে সবচেয়ে দ্রুতগতির বুলেট ট্রেনের দাবিদার জাপান, তাদের রয়েছে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ট্রেনও। আর এ বিলাসবহুল ট্রেনের টিকিটের চাহিদাও কম নয়। রীতিমতো লটারি করে বিক্রি করা হয় ট্রেনটির টিকিট।
সেভেন স্টারস নামে ট্রেনটির সজ্জা রীতিমতো চমকে দেওয়ার মতো। এতে প্রবেশ করলে যে কেউ কাঠের ইন্টেরিয়র দেখলে পুরনো আমলের জাপানি বনেদি ভাবের সঙ্গে পরিচিত হতে পারবেন।
ট্রেনটির ইন্টেরিয়র ডিজাইনার ৭০ বছর বয়সী ইজি মিতুকা। তিনি বলেন, ট্রেনটির ইন্টেরিয়রের জন্য সবকিছুই নতুন করে ডিজাইন করা হয়েছে। এমনকি এর সিট, লাইটিং, ফার্নিচার, থিম ও অন্যান্য সজ্জাতে প্রাচ্য ও পাশ্চাত্যের সংমিশ্রণ রয়েছে- যা আগে কেউ দেখেনি।
ট্রেনটির ভেতরের করিডরে রয়েছে মূল্যবান পোর্সেলিনের সজ্জা, যা বিশেষভাবে হাতেই তৈরি করা হয়েছে। লাউঞ্জে রয়েছে কুকিমো নামে জাপানি কাঠের কারুকাজ। এছাড়া ট্রেনটিতে রয়েছে ঐতিহ্যবাহী সঙ্গীত পরিবেশনের ব্যবস্থাও।
ট্রেনটিতে যে খাবার পরিবেশন করা হয়, তাও অন্য কোনো ট্রেনে পাওয়া যাবে না। জাপানি ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয় এখানে, যা রীতিমতো ফাইভ স্টার হোটেলের খাবারের সমতুল্য।