রাঙ্গামাটিতে পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৩

রাঙ্গামাটির নানিয়াচরের বড়পুল ও ধর্মচরণ গ্রামে পাহাড় ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ তে। সোমবার দিবাগত রাতে নানিয়াচর উপজেলার বড়পুল ও ধর্মচরণ গ্রামে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এ ঘটনায় ৮ জন নিহত হয়েছে বলে জানা গিয়েছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকেই রাঙ্গামাটিতে টানা বর্ষণ চলছিল। এই বর্ষণের কারণেই পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছিল।

নানিয়ারচর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোয়ালিটি চাকমা গণমাধ্যমকে জানান, বড়পুল পাড়ায় ৪ জন আর ধর্মচরণ গ্রামের কার্বারিপাড়ায় ৪ জন নিহত হয়েছেন। পাহাড় ধসের ঘটনায় আহতদের উদ্ধার করেছে গ্রামবাসীরা।

নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লা আল মামুন তালুকদার পাহাড় ধসের খবর নিশ্চিত করেছেন।

একই দিনে হাতিমারা গ্রামে পাহাড় ধসের ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অন্তত তিনজন।